নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি এজলাসের বাইরে ঘটেছিল। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি আতাউর রহমান নামে একজন আইনজীবীর কোর্ট ধরে টানা-হিঁচড়া করছিলেন ওই নারী। এ সময় ওই আইনজীবী নাকি হাতের কনুই দিয়ে ওই নারীকে ঘাই মারে। এতে তিনি নিচে পড়ে যান।’
ঘটনাটি জানার পর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালত বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান পিপি জিকু বড়ুয়া।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনার বিষয়ে পরে সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ ও আদালতের কর্মরত কয়েকজন বলেন, ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন এজলাসের বাইরে ওই আইনজীবী এক নারীকে বেধড়ক মারধর ও একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এক পুলিশ এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন ওই আইনজীবী।
পরে ওই নারী মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে থাকেন। এ সময় অন্যান্য আইনজীবীরা তাঁকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা।
তবে কী ঘটনায় ওই নারীকে মারধর করা হয়েছে তা তাঁরা জানাতে পারেননি। এ ছাড়া ওই নারীর পরিচয় জানা যায়নি। অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মীমাংসা করা হয়েছে—এ নিয়ে আদালত সংশ্লিষ্টরা ক্ষোভ জানিয়েছেন।
চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি এজলাসের বাইরে ঘটেছিল। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি আতাউর রহমান নামে একজন আইনজীবীর কোর্ট ধরে টানা-হিঁচড়া করছিলেন ওই নারী। এ সময় ওই আইনজীবী নাকি হাতের কনুই দিয়ে ওই নারীকে ঘাই মারে। এতে তিনি নিচে পড়ে যান।’
ঘটনাটি জানার পর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালত বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান পিপি জিকু বড়ুয়া।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনার বিষয়ে পরে সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ ও আদালতের কর্মরত কয়েকজন বলেন, ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন এজলাসের বাইরে ওই আইনজীবী এক নারীকে বেধড়ক মারধর ও একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এক পুলিশ এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন ওই আইনজীবী।
পরে ওই নারী মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে থাকেন। এ সময় অন্যান্য আইনজীবীরা তাঁকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা।
তবে কী ঘটনায় ওই নারীকে মারধর করা হয়েছে তা তাঁরা জানাতে পারেননি। এ ছাড়া ওই নারীর পরিচয় জানা যায়নি। অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মীমাংসা করা হয়েছে—এ নিয়ে আদালত সংশ্লিষ্টরা ক্ষোভ জানিয়েছেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৭ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১০ মিনিট আগেবৃষ্টি হলেই সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি ওঠে। এতে জলজটে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতিবছরই শতকোটি টাকার বাজেট নিয়ে বিভিন্ন খাল উদ্ধার, খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে সিলেট সিটি করপোরেশন...
১৫ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে