নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে আগুনে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটির বিপরীতে সুপার পেট্টো কেমিক্যালের জেটিতে এ ঘটনা ঘটে। ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে আগুন লেগে শ্রমিকেরা হতাহত হন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজন টেন্ডল ও একজন লস্কর মারা গেছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, অগ্নিদগ্ধ শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেনকে (৩৪) উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি। এটি ১ হাজার ২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আসে।
জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। গতকাল সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী–১ ও কাণ্ডারী–১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে আগুনে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটির বিপরীতে সুপার পেট্টো কেমিক্যালের জেটিতে এ ঘটনা ঘটে। ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে আগুন লেগে শ্রমিকেরা হতাহত হন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজন টেন্ডল ও একজন লস্কর মারা গেছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, অগ্নিদগ্ধ শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেনকে (৩৪) উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি। এটি ১ হাজার ২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আসে।
জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। গতকাল সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী–১ ও কাণ্ডারী–১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজ শিক্ষার্থীকে মারধোর ও চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (১৯) গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
৭ মিনিট আগেঅভিনেত্রী শমী কায়সার দুই হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৩ মিনিট আগেধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা এক নারীকে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার পর উপস্থিত উত্তেজিত জনতা ধাওয়া দিলে তিনি দ্রুত একটি রিকশায় চড়ে সরে পড়েন। ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন।
১ ঘণ্টা আগেরাজশাহীর পবা উপজেলায় দুই সন্তানসহ এক দম্পতির লাশ পাওয়া গেছে। পারিলা ইউনিয়নের বামনশিকড় এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে যেকোনো সময় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে