Ajker Patrika

তেলের ট্যাংকারে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
তেলের ট্যাংকারে আগুন, নিহত ২

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে আগুনে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটির বিপরীতে সুপার পেট্টো কেমিক্যালের জেটিতে এ ঘটনা ঘটে। ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে আগুন লেগে শ্রমিকেরা হতাহত হন।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজন টেন্ডল ও একজন লস্কর মারা গেছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, অগ্নিদগ্ধ শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেনকে (৩৪) উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি। এটি ১ হাজার ২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আসে।

জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। গতকাল সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী–১ ও কাণ্ডারী–১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত