Ajker Patrika

ভদন্ত জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
ভদন্ত জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে বৌদ্ধ সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মৃদুল কান্তি বড়ুয়া, কিরণ বিকাশ চাকমা, পূর্ণিমা বড়ুয়া, সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

গত ৮ মার্চ চট্টগ্রাম শহরের নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনবোধি ভিক্ষু অবস্থান করার সময় হামলার শিকার হন। জিনবোধি ভিক্ষু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত