আদালত প্রতিবেদক
চট্টগ্রাম: মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দুই সন্তানকে চট্টগ্রামে নয়, মাগুরা সদরে গিয়েই তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদ করতে হবে। এ ব্যাপারে শিশু আইন মতে সুরক্ষার বিষয়টিও বিবেচনা করতে হবে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।
আদেশে বলা হয়, মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে দুই শিশুকে সুবিধাজনক সময়ে হাজির করতে হবে। করোনা পরিস্থিতির কারণে সমাজসেবা কার্যালয় বন্ধ থাকলে মাগুরা সদর থানায় হাজির করতে হবে। দুই শিশুকে জিজ্ঞাসাবাদের তিন দিন আগে তদন্তকারী কর্মকর্তা শিশুর হেফাজতকারী দাদা আব্দুল ওয়াদুদ মিয়া ও চাচা অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবুকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের তারিখ জানিয়ে দেওয়া হবে। ওই তারিখে শিশু দুটিকে সংশ্লিষ্ট স্থানে হাজির না করলে শিশুর হেফাজতকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুর রহমান আজকের পত্রিকাকে আদালতের এসব আদেশের বিষয় নিশ্চিত করেন।
আদালতের আদেশে আরও বলা হয়, এ মামলায় অভিযুক্ত শিশু নয়। ২০১৩ সালের শিশু আইনের ১৬ (১) ধারায় অভিযুক্ত শিশু হলেও তা শিশু আদালতের এখতিয়ারভুক্ত। তবে, এ মামলায় ৭ ও ৩ বছরের দুই সাক্ষী শিশু। তাই শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এই আদালত আদেশ দিতে পারেন।
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর দুই সন্তানকে তদন্ত কর্মকর্তার সামনে হাজির না করার জন্য ২৩ জুন শিশু দুটির চাচা হবিবুর রহমান আবেদন দাখিল করেন। এর আগে তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে এক আবেদনে বলেন, মিতু তাঁর বড় ছেলের সামনে খুন হন। এ ছাড়া খুন হওয়ার আগের আনুষঙ্গিক ঘটনা দুই সন্তানের জানা থাকতে পারে। তাই দুই শিশুকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে হাজির করার আদেশ চাওয়া হয়।
শুনানি শেষে ১৩ জুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এক আদেশে ১৫ দিনের মধ্যে দুই সন্তানকে তদন্তকারী কর্মকর্তার কাছে হাজির করার নির্দেশ দেন।
অপরদিকে, বাবুল আক্তারের ভাই আইনজীবী হবিবুর রহমান লাবু দুই সন্তানকে চট্টগ্রামে তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির করার আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। তিনি মাগুরা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে তদন্ত কর্মকর্তাকে পাঠিয়ে সেখানেই জিজ্ঞাসাবাদের আবেদন করেন। একই সঙ্গে সেখানে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার সামনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ ছাড়া দরখাস্তটি শুনানির জন্য শিশু আদালতে স্থানান্তর করার নির্দেশও চাওয়া হয়। ওই দিন ম্যাজিস্ট্রেট আদালত এ ব্যাপারে শুনানির জন্য নথিটি নারী ও শিশু ট্রাইব্যুনালে পাঠান।
গত সোমবার ও আজ দুই দফা শুনানি শেষে শিশু আদালত দুই শিশুকে চট্টগ্রামে তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসার ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল করলেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদালত আদেশে যেভাবে আদেশ দেওয়া হবে সেভাবেই জিজ্ঞাসাবাদ করব।
২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুলবাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
চট্টগ্রাম: মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দুই সন্তানকে চট্টগ্রামে নয়, মাগুরা সদরে গিয়েই তদন্তকারী কর্মকর্তার জিজ্ঞাসাবাদ করতে হবে। এ ব্যাপারে শিশু আইন মতে সুরক্ষার বিষয়টিও বিবেচনা করতে হবে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।
আদেশে বলা হয়, মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে দুই শিশুকে সুবিধাজনক সময়ে হাজির করতে হবে। করোনা পরিস্থিতির কারণে সমাজসেবা কার্যালয় বন্ধ থাকলে মাগুরা সদর থানায় হাজির করতে হবে। দুই শিশুকে জিজ্ঞাসাবাদের তিন দিন আগে তদন্তকারী কর্মকর্তা শিশুর হেফাজতকারী দাদা আব্দুল ওয়াদুদ মিয়া ও চাচা অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবুকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের তারিখ জানিয়ে দেওয়া হবে। ওই তারিখে শিশু দুটিকে সংশ্লিষ্ট স্থানে হাজির না করলে শিশুর হেফাজতকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুর রহমান আজকের পত্রিকাকে আদালতের এসব আদেশের বিষয় নিশ্চিত করেন।
আদালতের আদেশে আরও বলা হয়, এ মামলায় অভিযুক্ত শিশু নয়। ২০১৩ সালের শিশু আইনের ১৬ (১) ধারায় অভিযুক্ত শিশু হলেও তা শিশু আদালতের এখতিয়ারভুক্ত। তবে, এ মামলায় ৭ ও ৩ বছরের দুই সাক্ষী শিশু। তাই শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এই আদালত আদেশ দিতে পারেন।
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর দুই সন্তানকে তদন্ত কর্মকর্তার সামনে হাজির না করার জন্য ২৩ জুন শিশু দুটির চাচা হবিবুর রহমান আবেদন দাখিল করেন। এর আগে তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে এক আবেদনে বলেন, মিতু তাঁর বড় ছেলের সামনে খুন হন। এ ছাড়া খুন হওয়ার আগের আনুষঙ্গিক ঘটনা দুই সন্তানের জানা থাকতে পারে। তাই দুই শিশুকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে হাজির করার আদেশ চাওয়া হয়।
শুনানি শেষে ১৩ জুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এক আদেশে ১৫ দিনের মধ্যে দুই সন্তানকে তদন্তকারী কর্মকর্তার কাছে হাজির করার নির্দেশ দেন।
অপরদিকে, বাবুল আক্তারের ভাই আইনজীবী হবিবুর রহমান লাবু দুই সন্তানকে চট্টগ্রামে তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির করার আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। তিনি মাগুরা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে তদন্ত কর্মকর্তাকে পাঠিয়ে সেখানেই জিজ্ঞাসাবাদের আবেদন করেন। একই সঙ্গে সেখানে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার সামনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ ছাড়া দরখাস্তটি শুনানির জন্য শিশু আদালতে স্থানান্তর করার নির্দেশও চাওয়া হয়। ওই দিন ম্যাজিস্ট্রেট আদালত এ ব্যাপারে শুনানির জন্য নথিটি নারী ও শিশু ট্রাইব্যুনালে পাঠান।
গত সোমবার ও আজ দুই দফা শুনানি শেষে শিশু আদালত দুই শিশুকে চট্টগ্রামে তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসার ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল করলেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদালত আদেশে যেভাবে আদেশ দেওয়া হবে সেভাবেই জিজ্ঞাসাবাদ করব।
২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুলবাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
৪ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
৬ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
১৫ মিনিট আগেবাসচালককে মারধর করার জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস বন্ধই ছিল।
২২ মিনিট আগে