মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
স্ত্রী-সন্তান রেখে স্বর্ণালংকার ও ঋণের টাকাসহ পরকীয়ায় জড়িয়ে দুই যুবক পালিয়ে যাওয়ায় খাগড়াছড়ির মানিকছড়ি মহামুনিপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঋণের কিস্তি, কর্জ ও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় স্ত্রীরা।
পরিবার ও পাড়াপ্রধান সূত্রে জানা গেছে, উপজেলার মহামুনি বাসস্ট্যান্ডের দক্ষিণে মহামুনিপাড়ার নিবাইঅং মারমা (২৮) ও স্ত্রী ময়ূরী মারমা সংসারে পাঁচ বছর ও নয় মাস বয়সী দুটি সন্তান রয়েছে। নিবাইঅং মারমা পেশায় কাঠমিস্ত্রি হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় মানুষের ঘর, দরজা ও আসবাব তৈরির কাজ করতেন।
সম্প্রতি নিবাইঅং আশা সমিতি থেকে স্ত্রীর নামে ৯০ হাজার টাকা, দি মারমা কো-অপারেটিভ লিমিটেড থেকে স্ত্রীর নামে ৩০ হাজার টাকা ঋণ নেন এবং ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি মোটরসাইকেল কেনেন।
এ ছাড়া বাড়ির আশপাশ থেকে ধার হিসেবে আরও লক্ষাধিক টাকা এবং ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে ১ আগস্ট সন্ধ্যায় নিরুদ্দেশ হন। একই দিন ঘণ্টাখানেক পর লাব্রেঅং মারমা (৩০) ঘরে স্ত্রী রেজিমা মারমা ও পাঁচ ও তিন বছর বয়সী দুটি সন্তান রেখে ঘরে থাকা দুটি সোনার চেইন এবং বিভিন্ন সমিতি থেকে নেওয়া প্রায় সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে নিরুদ্দেশ হন। তিনিও পেশায় কাঠমিস্ত্রি।
এ ঘটনা পাড়ায় জানাজানি হলে উভয়ের সন্ধানে পরিবার, আত্মীয়-স্বজনেরা খোঁজখবর করতে শুরু করে জানতে পারেন, নিবাইঅং মারমা রামগড় উপজেলা থেকে এবং লাব্রেঅং মারমা লক্ষ্মীছড়ি উপজেলা থেকে দুই নারীকে নিয়ে পালিয়ে গেছেন। পরে স্ত্রী ময়ূরী মারমা ও রেজিমা মারমা বিষয়টি পাড়াপ্রধান (কার্বারি) ক্যজাই মারমাকে অবহিত করেন।
ময়ূরী মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী কাঠমিস্ত্রির কাজ করার সুবাদে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের ঘর-দুয়ার বানায়। কিছুদিন আগে আশা সমিতি থেকে ৯০ হাজার টাকা, দি মারমা কো-অপারেটিভ থেকে ৩০ হাজার টাকা এবং ১ লাখ ৩৭ হাজার টাকা মূল্যে একটি মোটরসাইকেল কেনে। গাড়ি কিনতে আমি জামিনদার হই এবং ঋণগুলো আমার নামে নেওয়া।
‘এ ছাড়া বাড়ির আশপাশে লক্ষাধিক টাকা ধার নেওয়া আছে। আমাকে এতগুলো টাকার চাপে ফেলে পরকীয়া করে চলে যাওয়ায় আমি চোখে-মুখে কিছু দেখছি না! ছোট শিশু ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে রাত পোহালে ঋণের কিস্তি কীভাবে আদায় করব?’
ময়ূরী আরও বলেন, ‘একই পাড়ার রেজিমার স্বামীও স্বর্ণালংকার (দুটি চেইন), নগদ দেড় লাখ টাকা এবং সাড়ে তিন লাখ টাকার ঋণ রেখে লক্ষ্মীছড়ি থেকে এক মারমাকে মেয়ে নিয়ে পালিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে পাড়াপ্রধান বা কার্বারি ক্যজাই মারমা বলেন, ‘আমাদের মারমা সমাজে একাধিক বিয়ে করার নিয়ম নেই। কিছুদিন ধরে এই পরিবারের স্ত্রী ময়ূরী মারমা ও রেজিমা মারমা তাদের স্বামীর পরকীয়া করে মর্মে তারা আমার কাছে লিখিত অভিযোগ করে। আমি অভিযুক্ত নিবাইঅং মারমা ও লাব্রেঅং মারমাকে ডেকে জিজ্ঞেস করব ভাবতেই ১ আগস্ট রাতে তারা পালিয়ে গেল।’
পাড়াপ্রধান বলেন, ‘২ আগস্ট সকাল থেকে চারদিকে খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা দুজন দুই যুবতীকে নিয়ে ওই দিন (গতকাল মঙ্গলবার) রাতে জালিয়াপাড়া-সিন্দুকছড়ি সড়ক হয়ে মহালছড়ির দিকে যেতে অনেকে দেখেছেন বলে আমাকে জানিয়েছেন। তাদের বর্তমান অবস্থানের তথ্য পাওয়া গেলে বিষয়টি সমাধান সহজ হতো। তবে তাদের স্ত্রীরা ঋণের কিস্তি, সন্তানদের নিয়ে কষ্ট পাচ্ছে! এত টাকার ঋণের কিস্তি, কর্জ শোধের সাধ্য তাদের নেই।’
স্ত্রী-সন্তান রেখে স্বর্ণালংকার ও ঋণের টাকাসহ পরকীয়ায় জড়িয়ে দুই যুবক পালিয়ে যাওয়ায় খাগড়াছড়ির মানিকছড়ি মহামুনিপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঋণের কিস্তি, কর্জ ও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় স্ত্রীরা।
পরিবার ও পাড়াপ্রধান সূত্রে জানা গেছে, উপজেলার মহামুনি বাসস্ট্যান্ডের দক্ষিণে মহামুনিপাড়ার নিবাইঅং মারমা (২৮) ও স্ত্রী ময়ূরী মারমা সংসারে পাঁচ বছর ও নয় মাস বয়সী দুটি সন্তান রয়েছে। নিবাইঅং মারমা পেশায় কাঠমিস্ত্রি হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় মানুষের ঘর, দরজা ও আসবাব তৈরির কাজ করতেন।
সম্প্রতি নিবাইঅং আশা সমিতি থেকে স্ত্রীর নামে ৯০ হাজার টাকা, দি মারমা কো-অপারেটিভ লিমিটেড থেকে স্ত্রীর নামে ৩০ হাজার টাকা ঋণ নেন এবং ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি মোটরসাইকেল কেনেন।
এ ছাড়া বাড়ির আশপাশ থেকে ধার হিসেবে আরও লক্ষাধিক টাকা এবং ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে ১ আগস্ট সন্ধ্যায় নিরুদ্দেশ হন। একই দিন ঘণ্টাখানেক পর লাব্রেঅং মারমা (৩০) ঘরে স্ত্রী রেজিমা মারমা ও পাঁচ ও তিন বছর বয়সী দুটি সন্তান রেখে ঘরে থাকা দুটি সোনার চেইন এবং বিভিন্ন সমিতি থেকে নেওয়া প্রায় সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে নিরুদ্দেশ হন। তিনিও পেশায় কাঠমিস্ত্রি।
এ ঘটনা পাড়ায় জানাজানি হলে উভয়ের সন্ধানে পরিবার, আত্মীয়-স্বজনেরা খোঁজখবর করতে শুরু করে জানতে পারেন, নিবাইঅং মারমা রামগড় উপজেলা থেকে এবং লাব্রেঅং মারমা লক্ষ্মীছড়ি উপজেলা থেকে দুই নারীকে নিয়ে পালিয়ে গেছেন। পরে স্ত্রী ময়ূরী মারমা ও রেজিমা মারমা বিষয়টি পাড়াপ্রধান (কার্বারি) ক্যজাই মারমাকে অবহিত করেন।
ময়ূরী মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী কাঠমিস্ত্রির কাজ করার সুবাদে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের ঘর-দুয়ার বানায়। কিছুদিন আগে আশা সমিতি থেকে ৯০ হাজার টাকা, দি মারমা কো-অপারেটিভ থেকে ৩০ হাজার টাকা এবং ১ লাখ ৩৭ হাজার টাকা মূল্যে একটি মোটরসাইকেল কেনে। গাড়ি কিনতে আমি জামিনদার হই এবং ঋণগুলো আমার নামে নেওয়া।
‘এ ছাড়া বাড়ির আশপাশে লক্ষাধিক টাকা ধার নেওয়া আছে। আমাকে এতগুলো টাকার চাপে ফেলে পরকীয়া করে চলে যাওয়ায় আমি চোখে-মুখে কিছু দেখছি না! ছোট শিশু ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে রাত পোহালে ঋণের কিস্তি কীভাবে আদায় করব?’
ময়ূরী আরও বলেন, ‘একই পাড়ার রেজিমার স্বামীও স্বর্ণালংকার (দুটি চেইন), নগদ দেড় লাখ টাকা এবং সাড়ে তিন লাখ টাকার ঋণ রেখে লক্ষ্মীছড়ি থেকে এক মারমাকে মেয়ে নিয়ে পালিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে পাড়াপ্রধান বা কার্বারি ক্যজাই মারমা বলেন, ‘আমাদের মারমা সমাজে একাধিক বিয়ে করার নিয়ম নেই। কিছুদিন ধরে এই পরিবারের স্ত্রী ময়ূরী মারমা ও রেজিমা মারমা তাদের স্বামীর পরকীয়া করে মর্মে তারা আমার কাছে লিখিত অভিযোগ করে। আমি অভিযুক্ত নিবাইঅং মারমা ও লাব্রেঅং মারমাকে ডেকে জিজ্ঞেস করব ভাবতেই ১ আগস্ট রাতে তারা পালিয়ে গেল।’
পাড়াপ্রধান বলেন, ‘২ আগস্ট সকাল থেকে চারদিকে খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা দুজন দুই যুবতীকে নিয়ে ওই দিন (গতকাল মঙ্গলবার) রাতে জালিয়াপাড়া-সিন্দুকছড়ি সড়ক হয়ে মহালছড়ির দিকে যেতে অনেকে দেখেছেন বলে আমাকে জানিয়েছেন। তাদের বর্তমান অবস্থানের তথ্য পাওয়া গেলে বিষয়টি সমাধান সহজ হতো। তবে তাদের স্ত্রীরা ঋণের কিস্তি, সন্তানদের নিয়ে কষ্ট পাচ্ছে! এত টাকার ঋণের কিস্তি, কর্জ শোধের সাধ্য তাদের নেই।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৪ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে