Ajker Patrika

ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউস 'মাধবী'  

প্রতিনিধি, কক্সবাজার
আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪: ৪৯
ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউস 'মাধবী'  

উত্তাল সাগরে জোয়ারের ধাক্কায় ধসে পড়েছে কক্সবাজারের হিমছড়ির জেলা পরিষদের রেস্ট হাউস মাধবী। আজ শনিবার বেলা ১১টায় মেরিন ড্রাইভ সড়ক লাগোয়া দোতলা এ ভবনটি ধসে পড়েছে।

প্রায় তিন বছর আগে জেলা পরিষদের তরফ থেকে পরিত্যক্ত করা হয়েছিল রেস্ট হাউসটি। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে রেস্ট হাউসটি। বছর তিনেক আগে ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে 'পরিত্যক্ত' ঘোষণা করেছিল জেলা পরিষদ। এরপর ভবনের আশপাশ থেকে দোকানপাট সরিয়ে নেওয়া হয়।

ভবনের সামনের দোকানদার হাফিজুর রহমান জানান, বিকট শব্দে ভবনটি ধসে পড়ে। এ সময় আশপাশে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। 

জেলা পরিষদের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। দরপত্রের বিষয়টিও প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত