Ajker Patrika

চাঁদপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৯
চাঁদপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

চাঁদপুরের হাজীগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। তাঁরা চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার ধেররা সিএনজি পাম্পের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেলাশ্বর এলাকার মৃধাবাড়ির বাসিন্দা মো. সোহাগ হোসেন (৩০), মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)। 

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তাঁরা ছয়জন দুটি মোটরসাইকেলে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

এতে মোটরসাইকেলটি অক্ষত থাকলেও মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন নিহতদের মরদেহ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। 

এদিকে মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত