Ajker Patrika

লক্ষ্মীপুরে তিন দিনে ৩৩৫ মামলা

প্রতিনিধি, লক্ষ্মীপুর
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১২: ১৭
লক্ষ্মীপুরে তিন দিনে ৩৩৫ মামলা

লক্ষ্মীপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। লকডাউনের চতুর্থ দিনে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও সবার মুখে রয়েছে মাস্ক। সাধারণ মানুষের মাঝে বাড়ছে সচেতনতা। 

আজ রোববার সরেজমিনে দেখা যায়, টানা চতুর্থ দিনের মতো লকডাউনে লক্ষ্মীপুরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনীর সদস্যরা।

তৃতীয় দিনের লকডাউনে ১৭ অভিযানে ১২২টি মামলায় ৮০ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগের দিনে ২১৩টি মামলায় ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। শুধু কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

পাশাপাশি ৫টি উপজেলার প্রতিটি শপিং মলসহ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলো রয়েছে ফাঁকা। সকাল থেকে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তবে খেটে খাওয়া শ্রমজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে। শহরে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। লকডাউনের তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত