নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন টিটু চৌধুরী (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবী। আজ শনিবার দুপুরে সিলেট নগরীর শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
টিটু চৌধুরী টিম ৭১ নামের একটি সামাজিক সংগঠনেরও সদস্য ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে বন্যাদুর্গত মানুষদের উদ্ধারের কাজে নিয়োজিত ছিলেন। তিনি যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকের আবহ দেখা দিয়েছে।
শনিবার তাঁর টিম ৭১ এর সঙ্গে নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল জানিয়ে সংগঠনের আরেক সদস্য ইয়াসির আরাফাত রুবেল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আহারে! টিটু চৌধুরীর নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল আজকে-টিম ৭১ এর। টিম হয়তো পৌঁছে গেছে। ঘরে ঘরে পৌঁছে যাবে ত্রাণসামগ্রী। উদ্ধার কাজ চলবে আনাচে-কানাচেতে। শুধু শূন্যতা টিটু চৌধুরীর সার্বিক নির্দেশনার। হে মহান প্রভু-টিটু ভাইকে উত্তম প্রতিদান দিন।’
টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন টিটু। সঙ্গে সঙ্গেই সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলম খান আরও মুক্তি জানান, পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসলে সৎকার করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড়-বৃষ্টিতে অনেক জায়গায়ই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। আবার কোথাও কোথাও বিদ্যুৎ লাইন পানির নিচে তলিয়ে গেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।’
সিলেটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন টিটু চৌধুরী (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবী। আজ শনিবার দুপুরে সিলেট নগরীর শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
টিটু চৌধুরী টিম ৭১ নামের একটি সামাজিক সংগঠনেরও সদস্য ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে বন্যাদুর্গত মানুষদের উদ্ধারের কাজে নিয়োজিত ছিলেন। তিনি যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকের আবহ দেখা দিয়েছে।
শনিবার তাঁর টিম ৭১ এর সঙ্গে নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল জানিয়ে সংগঠনের আরেক সদস্য ইয়াসির আরাফাত রুবেল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আহারে! টিটু চৌধুরীর নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল আজকে-টিম ৭১ এর। টিম হয়তো পৌঁছে গেছে। ঘরে ঘরে পৌঁছে যাবে ত্রাণসামগ্রী। উদ্ধার কাজ চলবে আনাচে-কানাচেতে। শুধু শূন্যতা টিটু চৌধুরীর সার্বিক নির্দেশনার। হে মহান প্রভু-টিটু ভাইকে উত্তম প্রতিদান দিন।’
টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন টিটু। সঙ্গে সঙ্গেই সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলম খান আরও মুক্তি জানান, পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসলে সৎকার করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড়-বৃষ্টিতে অনেক জায়গায়ই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। আবার কোথাও কোথাও বিদ্যুৎ লাইন পানির নিচে তলিয়ে গেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।’
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে