Ajker Patrika

বন্যার পানিতে পড়ে ছিল তার, বিদ্যুতায়িত হয়ে স্বেচ্ছাসেবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৯ জুন ২০২২, ১৮: ৫৯
Thumbnail image

সিলেটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন টিটু চৌধুরী (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবী। আজ শনিবার দুপুরে সিলেট নগরীর শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। 

টিটু চৌধুরী টিম ৭১ নামের একটি সামাজিক সংগঠনেরও সদস্য ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে বন্যাদুর্গত মানুষদের উদ্ধারের কাজে নিয়োজিত ছিলেন। তিনি যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকের আবহ দেখা দিয়েছে। 

শনিবার তাঁর টিম ৭১ এর সঙ্গে নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল জানিয়ে সংগঠনের আরেক সদস্য ইয়াসির আরাফাত রুবেল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আহারে! টিটু চৌধুরীর নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল আজকে-টিম ৭১ এর। টিম হয়তো পৌঁছে গেছে। ঘরে ঘরে পৌঁছে যাবে ত্রাণসামগ্রী। উদ্ধার কাজ চলবে আনাচে-কানাচেতে। শুধু শূন্যতা টিটু চৌধুরীর সার্বিক নির্দেশনার। হে মহান প্রভু-টিটু ভাইকে উত্তম প্রতিদান দিন।’ 

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন টিটু। সঙ্গে সঙ্গেই সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আলম খান আরও মুক্তি জানান, পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসলে সৎকার করা হবে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড়-বৃষ্টিতে অনেক জায়গায়ই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। আবার কোথাও কোথাও বিদ্যুৎ লাইন পানির নিচে তলিয়ে গেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত