Ajker Patrika

উড়োজাহাজে চড়ার স্বপ্ন পূরণ হলো জুনায়েদের, গেল ঢাকা থেকে কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৯
উড়োজাহাজে চড়ার স্বপ্ন পূরণ হলো জুনায়েদের, গেল ঢাকা থেকে কক্সবাজার

টিকিট-ভিসা ছাড়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে বসা সেই শিশু জুনায়েদ অবশেষে বিমানে চড়ার সুযোগ পেয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে বেসরকারি একটি বিমানের নিয়মিত ফ্লাইটে সে কক্সবাজার এসে পৌঁছায়। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের সবজি বিক্রেতা ইমরান মোল্লার ছেলে। 

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় পর্যটন শহর কক্সবাজার ঘুরে বেড়ানোর এ সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিমানে করে আসা-যাওয়া ও কক্সবাজারের একটি অভিজাত হোটেলে রাখা হয় জুনায়েদ মোল্লা ও তার চাচা ইউসুফ মোল্লাকে। 

জুনায়েদ মোল্লা আজকের পত্রিকাকে বলে, ‘বিমানে চড়ার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিমানে উঠে গিয়েছিলাম। টিকিট না থাকায় বিমানে চড়তে পারিনি। অবশেষে ঢাকা থেকে কক্সবাজারে বিমানে চড়ার সুযোগ পেলাম। খুবই ভালো লাগছে। এ জন্য ওয়ালটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই।’ 

চাচা ইউসুফ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাতিজার কারণে আমিও জীবনে প্রথম বিমানে চড়ার সুযোগ পেয়েছি।’ 

১১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠে পড়েছিল শিশু জুনায়েদ। পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়াই নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে ওঠে জুনায়েদ প্রায় ঘণ্টাখানিক বসে থাকে। কেবিন ক্রু তাকে সিটে বসতে দিলেও পরে তার কাছে ভিসা-পাসপোর্ট পাওয়া না গেলে অ্যাভিয়েশন সিকিউরিটি তাকে বিমান থেকে নামিয়ে পুলিশের জিম্মায় দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত