সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউএনও এবং ওসিসহ বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ১০ একর খাসজমি উদ্ধার করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায় দখলদারেরা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, হামলায় তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওসি তোফায়েল আজকের পত্রিকাকে বলেন, জঙ্গল সলিমপুরের যেখানে অভিযান চালানো হয়েছে সেটি একেবারে দুর্গম পাহাড়ে ঘেরা। গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই। এরপরও সব ধরনের নিরাপত্তাবলয় সৃষ্টি করে তাঁরা অভিযান চালাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তিন থেকে চার শতাধিক সন্ত্রাসী নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
ওসি বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারপাশ ঘেরাও করে ইটপাটকেল ছোড়ে। হামলাকারীদের ঠেকাতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ইটের আঘাতে ইউএনও ও তিনি আহত হন। তিনি ভাটিয়ারি বিএসবিএ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ইউএনও নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রায় এক ঘণ্টা পর আক্রমণকারীরা পালিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় বলে জানান ওসি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় খাস খতিয়ানভুক্ত জায়গাটি অবৈধভাবে দখল করে শতাধিক বসতি স্থাপন করা হয়েছে। এসব দখলদারকে সরে যেতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। জেলা ম্যাজিস্ট্রেট এসব দখল উচ্ছেদের নির্দেশ দেওয়ায় প্রশাসন অভিযান চালিয়েছে। দিনব্যাপী অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে করে আর দখল করতে না পারা যায়।
এই কর্মকর্তা আরও বলেন, অভিযানের শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ইউএনও-ওসিসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় জড়িত তিনজনকে আটক করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু–এম মারমা, রাজীব হোসেন, এসএমএন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন প্রমুখ। এ ছাড়া জেলা পুলিশের দুই শতাধিক সদস্য এতে অংশ নেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউএনও এবং ওসিসহ বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ১০ একর খাসজমি উদ্ধার করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায় দখলদারেরা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, হামলায় তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওসি তোফায়েল আজকের পত্রিকাকে বলেন, জঙ্গল সলিমপুরের যেখানে অভিযান চালানো হয়েছে সেটি একেবারে দুর্গম পাহাড়ে ঘেরা। গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই। এরপরও সব ধরনের নিরাপত্তাবলয় সৃষ্টি করে তাঁরা অভিযান চালাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তিন থেকে চার শতাধিক সন্ত্রাসী নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
ওসি বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারপাশ ঘেরাও করে ইটপাটকেল ছোড়ে। হামলাকারীদের ঠেকাতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ইটের আঘাতে ইউএনও ও তিনি আহত হন। তিনি ভাটিয়ারি বিএসবিএ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ইউএনও নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রায় এক ঘণ্টা পর আক্রমণকারীরা পালিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় বলে জানান ওসি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় খাস খতিয়ানভুক্ত জায়গাটি অবৈধভাবে দখল করে শতাধিক বসতি স্থাপন করা হয়েছে। এসব দখলদারকে সরে যেতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। জেলা ম্যাজিস্ট্রেট এসব দখল উচ্ছেদের নির্দেশ দেওয়ায় প্রশাসন অভিযান চালিয়েছে। দিনব্যাপী অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে করে আর দখল করতে না পারা যায়।
এই কর্মকর্তা আরও বলেন, অভিযানের শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ইউএনও-ওসিসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় জড়িত তিনজনকে আটক করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু–এম মারমা, রাজীব হোসেন, এসএমএন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন প্রমুখ। এ ছাড়া জেলা পুলিশের দুই শতাধিক সদস্য এতে অংশ নেন।
পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লেগে শাকিব (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়িসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত মোবারক হোসেন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে রিনা আক্তার মনিরা নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে হওয়ায় তাকে স্কুলের প্রধান শিক্ষক ক্লাস থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মহেশপুরের ভারত সীমান্তবর্তী স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
১২ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছি
২০ মিনিট আগে