সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউএনও এবং ওসিসহ বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ১০ একর খাসজমি উদ্ধার করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায় দখলদারেরা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, হামলায় তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওসি তোফায়েল আজকের পত্রিকাকে বলেন, জঙ্গল সলিমপুরের যেখানে অভিযান চালানো হয়েছে সেটি একেবারে দুর্গম পাহাড়ে ঘেরা। গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই। এরপরও সব ধরনের নিরাপত্তাবলয় সৃষ্টি করে তাঁরা অভিযান চালাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তিন থেকে চার শতাধিক সন্ত্রাসী নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
ওসি বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারপাশ ঘেরাও করে ইটপাটকেল ছোড়ে। হামলাকারীদের ঠেকাতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ইটের আঘাতে ইউএনও ও তিনি আহত হন। তিনি ভাটিয়ারি বিএসবিএ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ইউএনও নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রায় এক ঘণ্টা পর আক্রমণকারীরা পালিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় বলে জানান ওসি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় খাস খতিয়ানভুক্ত জায়গাটি অবৈধভাবে দখল করে শতাধিক বসতি স্থাপন করা হয়েছে। এসব দখলদারকে সরে যেতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। জেলা ম্যাজিস্ট্রেট এসব দখল উচ্ছেদের নির্দেশ দেওয়ায় প্রশাসন অভিযান চালিয়েছে। দিনব্যাপী অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে করে আর দখল করতে না পারা যায়।
এই কর্মকর্তা আরও বলেন, অভিযানের শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ইউএনও-ওসিসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় জড়িত তিনজনকে আটক করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু–এম মারমা, রাজীব হোসেন, এসএমএন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন প্রমুখ। এ ছাড়া জেলা পুলিশের দুই শতাধিক সদস্য এতে অংশ নেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউএনও এবং ওসিসহ বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ১০ একর খাসজমি উদ্ধার করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায় দখলদারেরা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, হামলায় তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওসি তোফায়েল আজকের পত্রিকাকে বলেন, জঙ্গল সলিমপুরের যেখানে অভিযান চালানো হয়েছে সেটি একেবারে দুর্গম পাহাড়ে ঘেরা। গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই। এরপরও সব ধরনের নিরাপত্তাবলয় সৃষ্টি করে তাঁরা অভিযান চালাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তিন থেকে চার শতাধিক সন্ত্রাসী নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
ওসি বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারপাশ ঘেরাও করে ইটপাটকেল ছোড়ে। হামলাকারীদের ঠেকাতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ইটের আঘাতে ইউএনও ও তিনি আহত হন। তিনি ভাটিয়ারি বিএসবিএ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ইউএনও নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রায় এক ঘণ্টা পর আক্রমণকারীরা পালিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় বলে জানান ওসি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় খাস খতিয়ানভুক্ত জায়গাটি অবৈধভাবে দখল করে শতাধিক বসতি স্থাপন করা হয়েছে। এসব দখলদারকে সরে যেতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। জেলা ম্যাজিস্ট্রেট এসব দখল উচ্ছেদের নির্দেশ দেওয়ায় প্রশাসন অভিযান চালিয়েছে। দিনব্যাপী অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে করে আর দখল করতে না পারা যায়।
এই কর্মকর্তা আরও বলেন, অভিযানের শেষ পর্যায়ে অবৈধ দখলদারেরা তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ইউএনও-ওসিসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় জড়িত তিনজনকে আটক করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু–এম মারমা, রাজীব হোসেন, এসএমএন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন প্রমুখ। এ ছাড়া জেলা পুলিশের দুই শতাধিক সদস্য এতে অংশ নেন।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৮ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৯ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে