কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার থানার করইবাড়ী এলাকায় গ্রামবাসীর পিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজন চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহম্মেদ খান বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
পুলিশ সুপার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে এবং আহত একজনকে হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার আরও বলেন, কোনো অপরাধী থাকলে তাকে পুলিশে সোপর্দ করা উচিত ছিল। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত ছিল। প্রশাসনের নজরে আনা হলেও দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ হয়নি। ক্ষোভ ও উত্তেজনার জেরে আজ সকালে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে এবং দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে।
নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)। যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় মাদক, ডাকাতি, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর করইবাড়ী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকে এলাকা ছেড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার থানার করইবাড়ী এলাকায় গ্রামবাসীর পিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজন চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহম্মেদ খান বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
পুলিশ সুপার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে এবং আহত একজনকে হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার আরও বলেন, কোনো অপরাধী থাকলে তাকে পুলিশে সোপর্দ করা উচিত ছিল। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত ছিল। প্রশাসনের নজরে আনা হলেও দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ হয়নি। ক্ষোভ ও উত্তেজনার জেরে আজ সকালে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে এবং দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে।
নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)। যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় মাদক, ডাকাতি, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর করইবাড়ী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকে এলাকা ছেড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
১৮ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশালের মুলাদীতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শরীয়ত উল্লাহসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কেন্দ্রিয় প্রজন্মলীগ নেতা। চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃত মন্নান ব্যাপারীর ছেলে মো. জয়নাল আবেদীন বাদী হয়ে গত ১৪ জুলাই বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলাটি করেন।
১ ঘণ্টা আগে