সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম স্টিল কারখানার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশদূষণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় বিএসআরএম কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু-কিশোর এবং স্থানীয় কৃষক-জনতা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলনে, কারখানাটি রিসাইক্লিং প্রজেক্টের নামে ভয়াবহ পরিবেশদূষণে মেতে উঠেছে। কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও ধুলাবালুর কারণে এলাকাবাসী শ্বাসকষ্টসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এক যুগের বেশি সময় ধরে এলাকার ফলদ গাছে কোনো ফল ধরছে না। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে কারখানার পাশের গ্রামের পুকুরগুলো।
বক্তারা আরও বলেন, পরিবেশদূষণ বন্ধে কারখানাকে একাধিকবার জানানো হলেও তারা তা কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তাঁরা বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ যদি বিষাক্ত কালো ধোঁয়া ও ধুলাবালু বন্ধে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন মো. মহিউদ্দিন, নুর উদ্দিন, ফারুক মোনাদিন, মমতাজ উদ্দিন আহমেদ, আলমগীর মন্জু, আলী আব্বাস, মো ইদ্রিস, আলী আকবর আজাদ, রমজান আলী, শহর আলী, মো. সালাউদ্দিন, ওসমান, কামাল, লিটন, জাহেদ সোলাইমান প্রমুখ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম স্টিল কারখানার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশদূষণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় বিএসআরএম কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু-কিশোর এবং স্থানীয় কৃষক-জনতা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলনে, কারখানাটি রিসাইক্লিং প্রজেক্টের নামে ভয়াবহ পরিবেশদূষণে মেতে উঠেছে। কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও ধুলাবালুর কারণে এলাকাবাসী শ্বাসকষ্টসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এক যুগের বেশি সময় ধরে এলাকার ফলদ গাছে কোনো ফল ধরছে না। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে কারখানার পাশের গ্রামের পুকুরগুলো।
বক্তারা আরও বলেন, পরিবেশদূষণ বন্ধে কারখানাকে একাধিকবার জানানো হলেও তারা তা কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তাঁরা বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ যদি বিষাক্ত কালো ধোঁয়া ও ধুলাবালু বন্ধে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন মো. মহিউদ্দিন, নুর উদ্দিন, ফারুক মোনাদিন, মমতাজ উদ্দিন আহমেদ, আলমগীর মন্জু, আলী আব্বাস, মো ইদ্রিস, আলী আকবর আজাদ, রমজান আলী, শহর আলী, মো. সালাউদ্দিন, ওসমান, কামাল, লিটন, জাহেদ সোলাইমান প্রমুখ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালাসহ বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
২৩ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাস এবং তার পেছনে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নারীসহ মাইক্রোবাসের দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
৩৮ মিনিট আগেকৃষ্ণনগর বাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, ‘আমি ৩০ বছর ধরে পরিতোষ কাকার কাছে চুল কাটি। উনার চুল কাটার সুনাম আছে। কখনো দেখিনি কারো কাছে উনি টাকা চেয়েছেন। টাকা দিলেও কাটে, না দিলেও কাটে। প্রবীন মানুষ। উনার কাছ থেকে চুল কাটা শিখে দেশের বিভিন্ন জায়গায় অনেকে সেলুন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’
১ ঘণ্টা আগে