কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে এক বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার ভোররাতে হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার এক জরাজীর্ণ বাড়িতে এই অভিযান চালানো হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ফুলের ডেইলের একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে লে. কর্নেল আশিকুরের নেতৃত্বে একটি দল বাড়িটি ঘিরে অভিযান পরিচালনা করে। এ সময় কঠোর নিরাপত্তায় আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, এক কেজি ছয় গ্রাম সালফার, এক কেজি তিন গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম তার, একটি প্লাসসহ দুজনকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।
অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের মো. সম্রাট প্রধান এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর।
দুজনকে জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে লে. কর্নেল আশিকুর বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।
অভিযুক্তদের জব্দ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
কক্সবাজারের টেকনাফে এক বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার ভোররাতে হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার এক জরাজীর্ণ বাড়িতে এই অভিযান চালানো হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ফুলের ডেইলের একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে লে. কর্নেল আশিকুরের নেতৃত্বে একটি দল বাড়িটি ঘিরে অভিযান পরিচালনা করে। এ সময় কঠোর নিরাপত্তায় আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, এক কেজি ছয় গ্রাম সালফার, এক কেজি তিন গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম তার, একটি প্লাসসহ দুজনকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।
অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের মো. সম্রাট প্রধান এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর।
দুজনকে জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে লে. কর্নেল আশিকুর বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।
অভিযুক্তদের জব্দ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিক ইদ্রিস আলীর আত্মহত্যার ঘটনায় মণ্ডল গ্রুপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইদ্রিসের মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ।
৫ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের মতাদর্শী কয়েকটি সংগঠন ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের কার্যক্রমে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
৯ মিনিট আগেচার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। এ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার কাবারিপাড়াসহ বিভিন্ন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা কর
১২ মিনিট আগেছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্
১৮ মিনিট আগে