চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক অধ্যাপকের ওপর চড়াও হয়েছেন আওয়ামীপন্থী এক শিক্ষক (সহকারী অধ্যাপক)। গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে ঘটা এই ঘটনাটি আজ শুক্রবার জানাজানি হয়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ আজকের পত্রিকার এই প্রতিবেদকের হাতে এসেছে।
ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোসলেম উদ্দিনকে গালাগাল করা সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার একই বিভাগের শিক্ষক। তা ছাড়া তিনি আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য।
ভিডিওতে সাইদুল ইসলাম সরকারকে বলতে শোনা যায়, ‘ননসেন্স তো তুই। তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে! ফাজিল কোথাকার! তুই আমাকে বেয়াদব বললি কেন? তুই বেয়াদব বলার কে? শামীম উদ্দিন খান (উপ-উপাচার্য) কে?’ এসব বলতে বলতে বারবার তিনি অধ্যাপক মোসলেম উদ্দিনের দিকে তেড়ে যান।
এ বিষয়ে ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোসলেম উদ্দিন বলেন, ‘গত ২৬ নভেম্বর ওশানোগ্রাফি বিভাগে চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান পরিদর্শনে আসার আগে সাইদুল ইসলামের বিভাগে দেরিতে আসার কারণ জানতে চাইলে আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ সময় আমাকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে নিয়েও আপত্তিকর কথা বলেন।’
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সাড়া দেননি। তবে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘গত ২৬ নভেম্বর অধ্যাপক ড. মোসলেম উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডার কারণ হলো, তিনি আমাকে আগে বেয়াদব বলেছেন। তুই-তোকারি করে কথা বলেছেন। তারপর আমি তার প্রতিক্রিয়া জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি ওই দিনই জেনেছি। এটার অভিযোগ উপাচার্য বরাবর হয়তো দেওয়া হয়েছে। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে ২০১৫ সালে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ আছে। এটা নিয়ে তদন্তও হয়েছিল।’
উল্লেখ্য, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার জুলাই অভ্যুত্থানের ঘোর বিরোধী ছিলেন। এ জন্য ওশানোগ্রাফি বিভাগ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিভাগটির শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নমনীয় হওয়ায় তিনি ক্যাম্পাসে ফেরেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক অধ্যাপকের ওপর চড়াও হয়েছেন আওয়ামীপন্থী এক শিক্ষক (সহকারী অধ্যাপক)। গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে ঘটা এই ঘটনাটি আজ শুক্রবার জানাজানি হয়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ আজকের পত্রিকার এই প্রতিবেদকের হাতে এসেছে।
ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোসলেম উদ্দিনকে গালাগাল করা সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার একই বিভাগের শিক্ষক। তা ছাড়া তিনি আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য।
ভিডিওতে সাইদুল ইসলাম সরকারকে বলতে শোনা যায়, ‘ননসেন্স তো তুই। তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে! ফাজিল কোথাকার! তুই আমাকে বেয়াদব বললি কেন? তুই বেয়াদব বলার কে? শামীম উদ্দিন খান (উপ-উপাচার্য) কে?’ এসব বলতে বলতে বারবার তিনি অধ্যাপক মোসলেম উদ্দিনের দিকে তেড়ে যান।
এ বিষয়ে ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোসলেম উদ্দিন বলেন, ‘গত ২৬ নভেম্বর ওশানোগ্রাফি বিভাগে চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান পরিদর্শনে আসার আগে সাইদুল ইসলামের বিভাগে দেরিতে আসার কারণ জানতে চাইলে আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ সময় আমাকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে নিয়েও আপত্তিকর কথা বলেন।’
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সাড়া দেননি। তবে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘গত ২৬ নভেম্বর অধ্যাপক ড. মোসলেম উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডার কারণ হলো, তিনি আমাকে আগে বেয়াদব বলেছেন। তুই-তোকারি করে কথা বলেছেন। তারপর আমি তার প্রতিক্রিয়া জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি ওই দিনই জেনেছি। এটার অভিযোগ উপাচার্য বরাবর হয়তো দেওয়া হয়েছে। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে ২০১৫ সালে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ আছে। এটা নিয়ে তদন্তও হয়েছিল।’
উল্লেখ্য, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার জুলাই অভ্যুত্থানের ঘোর বিরোধী ছিলেন। এ জন্য ওশানোগ্রাফি বিভাগ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিভাগটির শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নমনীয় হওয়ায় তিনি ক্যাম্পাসে ফেরেন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে