Ajker Patrika

উখিয়ায় নারী নেত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ০৫ মে ২০২৩, ১৬: ০৩
উখিয়ায় নারী নেত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় পূর্বশত্রুতার জেরে এক নারী নেত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম লুল আল মারজান (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পালংখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মারজানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মারজান উপজেলার পালংখালী এলাকার সাবেক ইউপি সদস্য মৃত মোহাম্মদ আলমগীরের মেয়ে। তিনি পালংখালী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ও ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড থেকে গত দুটি ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন মোহাম্মদ ইউসুফ। তিনি সম্পর্কে নিহত মারজানের আপন চাচাতো ভাই। 

মারজানের ছোট মেয়ে রাহমিনা মমতাজ জানায়, এশার নামাজের পর বাড়িতে অতর্কিত প্রবেশ করে ইউসুফ তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। এ সময় উপস্থিত তার দুই বোন ও এক ভাগনে আহত হয়। 

স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মারজান ও ইউসুফের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ২৪ বছর আগে মারজানের বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ইউসুফের পরিবার। 

তিনি আরও জানান, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক হন ইউসুফ। দুই দিন আগে জামিনে বেরিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। 

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ। 

এদিকে হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ইউসুফের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত