Ajker Patrika

চাঁদপুরে পুকুরের পাড় থেকে শটগান–কার্তুজ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে পুকুরের পাড় থেকে শটগান–কার্তুজ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরে পুকুরের পাড় থেকে শটগান–কার্তুজ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমি এলাকা থেকে দুটি শটগান ও ১৪টি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাতে ওই এলাকার পদ্মা অয়েল কোম্পানির পুকুরপাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রোববার চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ তথ্য জানান।

জাবিদ হাসান বলেন, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলার সব অস্ত্রধারী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে ডাকাত ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড় স্টেশন এলাকায় ডিবি পুলিশ চাঁদপুর সদর ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।

অভিযানে দুটি শটগান ও শটগানের ১৪টি কার্তুজ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত