Ajker Patrika

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১২ নারী-পুরুষ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ০০
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১২ নারী-পুরুষ

অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১২ জন বাংলাদেশির প্রত্যাবাসন হয়েছে। আজ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ।

আজ মঙ্গলবার দুপুরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কাছে হস্তান্তর করেন।

পাচারের শিকার হওয়া ব্যক্তিরা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ সীমান্তপথে তাঁরা ভারতে পাড়ি জমান। পরে দালালেরা তাঁদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাঁদের আটক করে জেল-হাজতে পাঠায়।

ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ১২ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। তাঁরা কাজের সন্ধানে অবৈধ সীমান্তপথে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তী সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে দুই দেশের উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকতা শেষে তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি হাসান আহমেদ ভূঁইয়া, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত