Ajker Patrika

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে আক্রান্ত ৩৩ জন হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে আক্রান্ত ৩৩ জন হাসপাতালে

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩৩ জন সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অন্যরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। 

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর শহরসহ জেলার ৫টি উপজেলায় কুকুরের উপদ্রব বেড়েই চলছে। গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে অনেকেই আক্রান্ত হন। শুধুমাত্র আজ শনিবারে অর্ধশতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করেন স্থানীয়রা। 

আহত রোগীদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন মো. মুয়াজ হোসেন (১৬), আবির হোসেন (আড়াই বছর), আব্দুর রহিম (৫৫), রহিমা খাতুন (৩০), রিনা আক্তার (২৯), শামছুন নাহার (৪৫), মিতু (২৩), ফরহাদ হোসেন (৮), হোসনেয়ারা বেগম (৩৫), রিহান মাহমুদ (৬) ও সাব্বির আহমেদসহ অনেকে। 

সদর উপজেলার চররুহিতার বাসিন্দা আক্রান্ত হোসনেয়ারা বেগম বলেন, ‘মোবাইল ফোনে বিদেশে স্বামীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে আমার গালে কামড় দেয়।’

ভ্যাকসিন প্রদানকারী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভ্যাকসিন দিচ্ছি। অনেক রোগী এসেছে। এখনো হিসেব করতে পারিনি।’ 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকে। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তির হাত-পিঠ ও গালসহ শরীরের বিভিন্ন অংশে কুকুর বিড়ালের কামড়ের দাগ রয়েছে।’ 

এর আগেও প্রতিদিনই কোনো না কোনো স্থান থেকে একাধিক মানুষ কুকুরে কামড়ে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল চিকিৎসা নেন। আবার অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত