কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে গিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই শিশু শহরের নাজিরারটেক এলাকার খালে খেলতে নেমে ভেসে সাগরে চলে যায়। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর রাত ৯টার দিকে শাহীন বিচ থেকে একজন এবং রাত ১২টায় নাজিরারটেক সৈকতে আরকেজনের মরদেহ ভেসে ওঠে। মৃতরা হলো পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ জায়েদ (৪) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রিয়াদ উদ্দিন (৫)।
অন্যদিকে শহরের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে তানভীর উল হক তামিম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তামিম কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে এবং বায়তুশ শরফ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
এ সময় মোহাম্মদ মাহিম (১৩) নামের আরও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহিম কক্সবাজার শহরের জেলগেট এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে এবং উত্তরণ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
তামিমের বন্ধু ইকবাল নাহিদ জানায়, বিকেলে তারা ছয় বন্ধু টায়ার টিউব নিয়ে সিগাল পয়েন্টে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও তিনজন উত্তরণ মডেল স্কুলের ছাত্র। গোসলের একপর্যায়ে তামিম ও মাহিম হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। খবরটি তারা তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীদের অবহিত করে।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বলেন, নাজিরারটেক শুঁটকিপল্লী দিয়ে প্রবাহিত খালে খেলতে নেমে দুই শিশু সাগরে ভেসে যায়। পরে সৈকতের দুই পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিচের কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রায় সময় সিগাল পয়েন্টে গোসলে নেমে দুর্ঘটনা ঘটে। এই পয়েন্টে ঝুঁকি থাকার কথা বললেও কেউ শোনে না। এ বছর গোসলে নেমে এই তিনজনসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
সি-সেভ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, খবর পেয়ে প্রথমে মাহিম ও পরে তামিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে গিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই শিশু শহরের নাজিরারটেক এলাকার খালে খেলতে নেমে ভেসে সাগরে চলে যায়। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর রাত ৯টার দিকে শাহীন বিচ থেকে একজন এবং রাত ১২টায় নাজিরারটেক সৈকতে আরকেজনের মরদেহ ভেসে ওঠে। মৃতরা হলো পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ জায়েদ (৪) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রিয়াদ উদ্দিন (৫)।
অন্যদিকে শহরের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে তানভীর উল হক তামিম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তামিম কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে এবং বায়তুশ শরফ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
এ সময় মোহাম্মদ মাহিম (১৩) নামের আরও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহিম কক্সবাজার শহরের জেলগেট এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে এবং উত্তরণ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
তামিমের বন্ধু ইকবাল নাহিদ জানায়, বিকেলে তারা ছয় বন্ধু টায়ার টিউব নিয়ে সিগাল পয়েন্টে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও তিনজন উত্তরণ মডেল স্কুলের ছাত্র। গোসলের একপর্যায়ে তামিম ও মাহিম হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। খবরটি তারা তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীদের অবহিত করে।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বলেন, নাজিরারটেক শুঁটকিপল্লী দিয়ে প্রবাহিত খালে খেলতে নেমে দুই শিশু সাগরে ভেসে যায়। পরে সৈকতের দুই পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিচের কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রায় সময় সিগাল পয়েন্টে গোসলে নেমে দুর্ঘটনা ঘটে। এই পয়েন্টে ঝুঁকি থাকার কথা বললেও কেউ শোনে না। এ বছর গোসলে নেমে এই তিনজনসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
সি-সেভ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, খবর পেয়ে প্রথমে মাহিম ও পরে তামিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
৪ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৫ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৫ ঘণ্টা আগে