Ajker Patrika

মেঘনায় জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ, নিখোঁজ ১

লক্ষ্মীপুর ও রামগতি প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০: ৪৩
মেঘনায় জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ, নিখোঁজ ১

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মহিউদ্দিন নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। আজ বুধবার ভোররাতে রামগতির চর আবদুল্লাহ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিন জেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলিবিদ্ধ জেলেরা হচ্ছেন মো. আব্বাস মাঝি, মো. ফারুক ও মো. ইউসুফ। আব্বাস কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে, ইউসুফ রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে এবং ফারুক নোয়াখালীর সুবর্ণচরের আলমগীর ফরাজির ছেলে। নিখোঁজ মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে। 

নৌ-পুলিশ ও আহতরা জানান, রাতে আব্বাস মাঝিসহ ছয়জন জেলে মেঘনায় মাছ শিকারে যান। নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ একদল জলদস্যু জেলেদের ওপর হামলা চালায়। এ সময় তিন জেলে গুলিবিদ্ধ হন। আব্বাস ও ইউসুফের বাঁ হাতে গুলিবিদ্ধ হয়। আহত ফরুকের ডান পায়ের ওপরের অংশে ও ডান হাতে গুলি লেগেছে। এ সময় নৌকা থেকে মহিউদ্দিনকে নিয়ে যায় জলদস্যুরা। খবর পেয়ে ভোররাতে কমলনগর উপজেলার লুধুয়া মৎস্যঘাট এলাকার আড়তদারেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ নিয়ে গত দুই মাসে প্রায় ২৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় মারা গেছেন দুজন। আহত হয়েছেন শতাধিক জেলে। 

গুলিবিদ্ধ জেলে ফারুক ও ইউসুফ মাঝি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ১০-১২ জনের একদল জলদস্যু তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে তিনজন গুলিবিদ্ধ হই। অন্য জেলে মিউনিখকে ধরে নিয়ে যায়। এখনো তাঁর কোনো সন্ধান পাইনি। এ ছাড়া নৌকা থাকায় মালামাল লুটে নেয় তারা।’

অভিযোগ রয়েছে, রামগতির চরগজারিয়া, বয়ারচর, চর আবদুল্লাহ, তেলিরচর, মতিরহাট ও এর আশপাশের জেলেরা নদীতে যাচ্ছে না জলদস্যু ও ডাকাতের আতঙ্কে। কালা জাকের, বাদশা, মহিউদ্দিন পলাশসহ ২০-২৫ জন জলদস্যু নদীতে দাপিয়ে বেড়াচ্ছে। প্রায়ই জেলেদের ওপর হামলা করে নৌকা, জাল ও মাছ এবং নগদ টাকা লুটে নিয়ে যায়। বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দিয়ে তাদের হাত থেকে মুক্তি পেতে হয়। তাদের অত্যাচারে অতিষ্ঠ জেলেরা। দ্রুত ডাকাত ও জলদুস্যর উৎপাত বন্ধ না হলে এটি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন জেলেরা। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন জানান, ভোরে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের হাতে-পায়ে গুলি লেগেছে। তাঁদের চিকিৎসা চলছে। এখনো কিছু বলা যাচ্ছে না। ২৪ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে তাদের কী অবস্থা। চিকিৎসা চলছে। 

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বলেন, ভোররাতে মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত