Ajker Patrika

বাংলাদেশ থেকে বিদেশিদের শিক্ষা নেওয়া দরকার: চবি শিক্ষকদের মানববন্ধনে বক্তারা

চবি প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৯: ৩৪
বাংলাদেশ থেকে বিদেশিদের শিক্ষা নেওয়া দরকার: চবি শিক্ষকদের মানববন্ধনে বক্তারা

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বিদেশিদের হস্তক্ষেপ চলতে পারে না। তাদেরও (বিদেশি) অনেক সীমাবদ্ধতা আছে। আমরা তাদের বিষয়ে কথা বলতে যাই না। বাংলাদেশ থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা জ্ঞান না দিলে ভালো হয়। আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চত্বরে শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মকাণ্ড ও নির্বাচন প্রক্রিয়ায় বিদেশিদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আধুনিক গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সরকার পরিবর্তনের কিছু নিয়ম আছে। জনগণের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হয়। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয়, তাহলে গণতান্ত্রিক প্রতিক্রিয়া সমুন্নত এবং জনগণের মতামত প্রতিফলিত হয়। কিন্তু অগ্নিসংযোগ বা মানুষের জানমালের ক্ষতি করা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না।’ 

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ মোস্তফা বলেন, ‘নৈরাজ্য ও ধ্বংস কারওই কাম্য নয়। যাঁরা এই কর্মসূচি দিচ্ছেন, আপনারা ভুল করছেন। এভাবে কিছু আদায় করা যায় না। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে আসুন।’ 

হলুদ দলের আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘বিএনপির এখন কোনো নেতা নেই, যাঁরা আছেন তাঁরা দণ্ডপ্রাপ্ত। তাঁরা চোরাগোপ্তা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে কর্মসূচি দিয়ে যাচ্ছেন। অগ্নি-সন্ত্রাস করে নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করছেন। তাঁরা নির্বাচনে অংশও নেবেন না, আবার নির্বাচন হতে দেবেন না। এটা গণতন্ত্রের পক্ষের লোকের কথা হতে পারে না। তাঁরা নির্বাচনে হেরে যাবেন, মোকাবিলা করতে পারবেন না, তাঁদের জনসমর্থন নেই—এ কারণে গণতন্ত্র চাইছেন না।’ 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘সরকার পরিবর্তনের একমাত্র স্বীকৃত পন্থা হচ্ছে নির্বাচন। এই নির্বাচন বানচাল করতে অনেক অপশক্তি তৎপর আছে। এই অপতৎপরতার প্রতিবাদে আমাদের মানববন্ধন। আমরা দীর্ঘদিন ধরে দেখছি, গণতান্ত্রিক আন্দোলন বানচাল করতে একটি শক্তি দেশে সব সময় সক্রিয় থাকে। এবারও সেই শক্তির তৎপরতা আমরা লক্ষ করছি।’ 

সমিতির সাধারণ অধ্যাপক আবদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীর, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক জসিম উদ্দীন, অধ্যাপক দানেশ মিয়া, কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, আইকিউএসির পরিচালক আবদুল্লাহ মামুন, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত