নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ একজনের রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী মো. শহীদ (৪৫)।
গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় গোলাগুলির মাঝখানে পড়ে তার মৃত্যু হয়েছে। মো. শহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
বহদ্দারহাট এলাকার এক দোকানি জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বহদ্দারহাট থেকে একটি মিছিল এসে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে গোলাগুলি শুরু হয়। এ সময় সড়কের বাতি বন্ধ করে দেওয়া হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে শনিবার দুপুর থেকে সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে একটি মিছিল জুবলি রোড হয়ে চলে যায়। মিছিল থেকে কয়েকটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। মিছিলটির একটি অংশ ওয়াসা, জিইসি, ২ নম্বর গেট ও মুরাদপুর মোড় হয়ে বহদ্দারহাটে চলে যায়। এ সময় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় মন্ত্রীর বাড়ির নিচে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর সোয়া ৭টার দিকে মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এর পরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
শিক্ষামন্ত্রী নওফেল ও মেয়র রেজাউলের বাড়িতে হামলার পরপর আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়ো হয়ে রাত সাড়ে ৮টার দিকে নগরের বাদশা মিয়া সড়কে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলা করে। একই দিন রাত ৯টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ একজনের রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী মো. শহীদ (৪৫)।
গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় গোলাগুলির মাঝখানে পড়ে তার মৃত্যু হয়েছে। মো. শহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
বহদ্দারহাট এলাকার এক দোকানি জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বহদ্দারহাট থেকে একটি মিছিল এসে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে গোলাগুলি শুরু হয়। এ সময় সড়কের বাতি বন্ধ করে দেওয়া হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে শনিবার দুপুর থেকে সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে একটি মিছিল জুবলি রোড হয়ে চলে যায়। মিছিল থেকে কয়েকটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। মিছিলটির একটি অংশ ওয়াসা, জিইসি, ২ নম্বর গেট ও মুরাদপুর মোড় হয়ে বহদ্দারহাটে চলে যায়। এ সময় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় মন্ত্রীর বাড়ির নিচে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর সোয়া ৭টার দিকে মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এর পরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
শিক্ষামন্ত্রী নওফেল ও মেয়র রেজাউলের বাড়িতে হামলার পরপর আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়ো হয়ে রাত সাড়ে ৮টার দিকে নগরের বাদশা মিয়া সড়কে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলা করে। একই দিন রাত ৯টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ২৪ ঘণ্টা পার হতে না হতেই চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
১০ মিনিট আগেকাজীপুর উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, গত ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দকৃত অর্থ উত্তোলন করেছেন এতিমখানা কমিটি। তিন অর্থবছরে এতিম প্রতি ২০০০ টাকা হিসেবে ২০ জন এতিমের জন্য বরাদ্দ হতো প্রতি মাসে ৪০ হাজার টাকা।
১৩ মিনিট আগেরাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের খুলশী থানা-পুলিশ অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত অমি দাশ পুলিশ টেলিটক ইউনিটের কনস্টেবল।
১ ঘণ্টা আগে