Ajker Patrika

প্রবাসীদের ঋণের নামে আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাসহ আসামি ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাসীদের ঋণের নামে আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাসহ আসামি ২ 

ভুয়া নথি তৈরি করে প্রবাসীদের ঋণ দেওয়ার নামে সাড়ে ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের বরখাস্ত করা প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার এইচ. এম. বদরুদ্দৌজাসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামি হলেন—চট্টগ্রামের বাসিন্দা মুহাম্মদ মনছুর আলম।

দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখার ব্যবস্থাপক হিসেবে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ৯ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন এইচ. এম. বদরুদ্দৌজা। এই সময়ে অপর আসামির যোগসাজশে প্রবাসীদের ঋণ দানের জাল কাগজপত্র তৈরি করেন। ৭০ জন প্রবাসীকে ভুয়া ঋণ গ্রহীতা ও ভুয়া জামিনদার দেখিয়ে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা ঋণের নামে উত্তোলন করা হয়েছে। যার মধ্যে ২২ লাখ ৪ হাজার ৩৯৮ টাকা আদায় করা সম্ভব হলেও ৩১ লাখ ৬৫ হাজার ৬০২ আদায় হয়নি।

দুদকের অনুসন্ধানে ওই অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়া তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৬ / ৪০৯ / ৪৬৮ / ৪৭১ / ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত