Ajker Patrika

উখিয়ায় তালিকাভুক্ত ৪ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ২২ মার্চ ২০২২, ০১: ০৩
উখিয়ায় তালিকাভুক্ত ৪ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার সময় উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মৌলভি নুর মোহাম্মদ (৩৫), মোহাম্মদ ইলিয়াস (৩৫), ই/৩ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমেদ (৩৮) ও বি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সানাউল্লাহ (৪৮)। 

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসাইন বলেন, ‘একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের বসতঘরে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ৮ এপিবিএনের আওতাধীন পুলিশ ক্যাম্পের একটি টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। যারা তালিকাভুক্ত সন্ত্রাসী।’ 

কামরান হোসাইন আরও জানান, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। অভিযানের সময় পালিয়ে যাওয়া আরও ১৮/২০ জন সন্ত্রাসীকে ধরতে তৎপরতা অব্যাহত আছে।’ 

জব্দ করা অস্ত্রসহ গ্রেপ্তার রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত