নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩১ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে