Ajker Patrika

ডাকাতির প্রস্তুতির সময় ১০ রোহিঙ্গা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতির সময় ১০ রোহিঙ্গা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ

কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত শিবিরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য এবং কয়েকজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। আজ বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ফজল হকের ছেলে আক্তার হোছেন, জাহিদ হোসেনের ছেলে মো. হাসান, আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর, আব্দুস সালামের ছেলে সাইফুল রহমান, মৃত আবু জাফরের ছেলে নুরুল আমিন, মিয়া হোসেনের ছেলে শাহিন, মো. শমসের আলমের ছেলে মো. ইলিয়াস, নুরুল ইসলামের ছেলে মো. রফিক, কামালের ছেলে খাইরুল আমিন এবং মৃত শহর আলীর ছেলে মো. ইলিয়াস। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা। 

এপিবিএন বলছে, ১৬ এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত একদল পুলিশ ডাকাতির গোপন সংবাদ পেয়ে নিবন্ধিত এইচ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে প্রায় ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়। 

 ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, আটককৃত ১ নম্বর ব্যক্তি হত্যা মামলার আসামি। এ ছাড়াও আটককৃত ডাকাতেরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

অধিনায়ক তারিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানা হয়ে আদালতে তোলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত