Ajker Patrika

বাঘাইছড়ির সড়কে পাহাড় ধস, ১০ ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
বাঘাইছড়ির সড়কে পাহাড় ধস, ১০ ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা দীঘিনালা সড়কের ১৭ কিলোমিটার অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। গতকাল রোববার রাত ৯টায় এ ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, খবর পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর সঙ্গে মাটি সরানোর কাজে যোগ দেন যুব রেডক্রিসেন্টের সদস্যরা। রাতে একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল, সিএনজি চলাচলের পথ বের করা হয়। আজ সকালে আসে সড়ক জনপদ বিভাগের লোকজন। তাঁরা সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে দীর্ঘ ১০ ঘণ্টা ভারী যানচলাচল স্বাভাবিক করে। 

আজ সকালে পাহাড় ধসের জায়গা পরিদর্শন করেন ইউএনও রুমানা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। ছবি: আজকের পত্রিকাআজ সোমবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ সময় সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয়।

ইউএনও রুমানা আক্তার বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায় ফলে মাঝেমধ্যে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত