Ajker Patrika

চকবাজারে চসিকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ মে ২০২১, ১৬: ৪৮
চকবাজারে চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে অবৈধ স্থাপনা ও আবর্জনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার বিকেলে চকবাজার এলাকার কাঁচাবাজার থেকে ফুলতলী সড়ক পর্যন্ত তাঁরা এই অভিযান চালায়। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো ৭০ থেকে ৮০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ভিডিও কলে যুক্ত হয়ে পরিচ্ছন্ন বিভাগের এই অভিযান পর্যবেক্ষণ করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় মেয়র রেজাউল করিম বলেন, নালা-নর্দমা আর খালে ময়লা-আবর্জনা ফেলে যারা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে, তাঁরা অবিবেচক। নগরীতে বাস করার কোনো অধিকার তাঁদের নেই। নগরবাসী যদি সচেতন না হয় তাহলে সুন্দর বসবাসযোগ্য নগরী আমরা পাব না। অসচেতন নাগরিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দেখা যায়, এখানে রাস্তার দুই পাশে ভ্যানগাড়ি এবং স্থায়ীভাবে দোকান গড়ে তোলা হয়েছে। বেশিরভাগই তরি-তরকারির দোকান। এসবের আশপাশে জমে থাকা আবর্জনা সরাতে প্রায় ছয়টি ট্রাক লেগেছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী ১৫ দিন প্রতিদিন সড়কটিতে উচ্ছেদ অভিযান চালানো হবে।

উচ্ছেদের সময় আরও উপস্থিত ছিলেন চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও হাসান রশিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত