থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়িতে বিচ্ছিন্নতাবাদী দুই সংগঠনের গোলাগুলিতে সম্প্রতি আটজন নিহত হয়েছে। এ ঘটনার পর রোয়াংছড়ির গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে বাড়িঘর ছেড়ে সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্রে থাকছেন অনেকে। কাজে বের হতে পারছেন না তাঁরা। ভবিষ্যৎ খাদ্য সংকট নিয়ে আতঙ্কিত এই মানুষেরা।
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রিত খামতাং পাড়ার প্রধান কারবারি অংশৈহ্লা খিয়াং (৪৭) বলেন, ‘জুম ও ফলজ বাগানের কাজ করতে না পারলে পরিবার পরিজন নিয়ে খাব কী? নিজেদের জুমের খাদ্য উৎপাদন করতে না পারলে কয় দিন কয় বছর আমাদের খাওয়াবেন স্যার! আমরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের পার্বত্য অঞ্চল থেকে নির্মূল চাই। আমরা নিজের এলাকাতে ও বাড়িঘরের ফিরে যেতে চাই। সে ব্যবস্থা করুন।’
আজ রোববার সকালে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা বিতরণের সময় এসব কথা বলেন কারবারি অংশৈহ্লা। বান্দরবান সেনা জোনের আয়োজনে ক্যাম্প স্থাপন করে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রিত পরিবারগুলোর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
সেখানে কারবারি অংশৈহ্লা খিয়াং বলেন, ‘আমরা আশ্রয় কেন্দ্রের চার দিন ধরে বিনা কাজকর্মে ঘরবাড়ি ছেড়ে থাকছি। আমাদের স্থায়ী ব্যবস্থা করেন।’ তিনি বলেন, ‘গত বৃহস্পতি ও শুক্রবার দিবাগত রাত্রে আমাদের পাড়ায় দুই গ্রুপের গোলাগুলির আওয়াজ শুনে পাড়াতে থমথমে পরিবেশ বিরাজ করছে। তাই আমরা সেনাবাহিনীর সহায়তা আশ্রয় পেয়েছি। জানি না কখন এলাকা শান্ত হবে। জুমে ধান লাগানোর সময় চলে এসেছে।’
বান্দরবান সেনা জোনের উপ অধিনায়ক মেজর এএসএম মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনীর দেশ রক্ষা কাজ ছাড়াও মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছে। দুর্গত মানুষদের খাবার, চিকিৎসা ও কম্বল ইত্যাদি দিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা চলমান থাকবে। জনশূন্য গ্রামগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাসী যেই হোক কেউ ছাড় পাবে না।’
এদিকে আজ দুপুরে রোয়াংছড়ি সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পাইক্ষ্যং পাড়া থেকে মোট ৪০ পরিবারের ১৬০ জন রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। সেখানে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা পরিদর্শন করে তাঁদের খাবার ও কম্বল দেন।
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা আশ্রিতদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা শত কষ্ট হলেও এখানে নিরাপদে থাকেন। আমাদের সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। দু–একদিনের মধ্য পরিস্থিতি শান্ত হলে গ্রামে চলে যেতে পারবেন।’
চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন—সেবা ক্যাম্পের বান্দরবান সেনা জোনের ক্যাপ্টেন মো. আসাদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া আজ সকালে রোয়াংছড়ি উপজেলা পর্যটন কেন্দ্রের দেবতাকুম পরিচালনা কমিটির উদ্যোগে চাল, ডাল, মুরগি, পেঁয়াজ, তৈল, সবজি ইত্যাদি খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেছেন, স্থানীয়দের সহযোগিতায় গোলাগুলিতে নিহত ব্যক্তিদের নাম ঠিকানা পাওয়া গেছে। বর্তমানে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি শান্ত হবে।
বান্দরবানের রোয়াংছড়িতে বিচ্ছিন্নতাবাদী দুই সংগঠনের গোলাগুলিতে সম্প্রতি আটজন নিহত হয়েছে। এ ঘটনার পর রোয়াংছড়ির গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে বাড়িঘর ছেড়ে সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্রে থাকছেন অনেকে। কাজে বের হতে পারছেন না তাঁরা। ভবিষ্যৎ খাদ্য সংকট নিয়ে আতঙ্কিত এই মানুষেরা।
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রিত খামতাং পাড়ার প্রধান কারবারি অংশৈহ্লা খিয়াং (৪৭) বলেন, ‘জুম ও ফলজ বাগানের কাজ করতে না পারলে পরিবার পরিজন নিয়ে খাব কী? নিজেদের জুমের খাদ্য উৎপাদন করতে না পারলে কয় দিন কয় বছর আমাদের খাওয়াবেন স্যার! আমরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের পার্বত্য অঞ্চল থেকে নির্মূল চাই। আমরা নিজের এলাকাতে ও বাড়িঘরের ফিরে যেতে চাই। সে ব্যবস্থা করুন।’
আজ রোববার সকালে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা বিতরণের সময় এসব কথা বলেন কারবারি অংশৈহ্লা। বান্দরবান সেনা জোনের আয়োজনে ক্যাম্প স্থাপন করে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রিত পরিবারগুলোর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
সেখানে কারবারি অংশৈহ্লা খিয়াং বলেন, ‘আমরা আশ্রয় কেন্দ্রের চার দিন ধরে বিনা কাজকর্মে ঘরবাড়ি ছেড়ে থাকছি। আমাদের স্থায়ী ব্যবস্থা করেন।’ তিনি বলেন, ‘গত বৃহস্পতি ও শুক্রবার দিবাগত রাত্রে আমাদের পাড়ায় দুই গ্রুপের গোলাগুলির আওয়াজ শুনে পাড়াতে থমথমে পরিবেশ বিরাজ করছে। তাই আমরা সেনাবাহিনীর সহায়তা আশ্রয় পেয়েছি। জানি না কখন এলাকা শান্ত হবে। জুমে ধান লাগানোর সময় চলে এসেছে।’
বান্দরবান সেনা জোনের উপ অধিনায়ক মেজর এএসএম মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনীর দেশ রক্ষা কাজ ছাড়াও মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছে। দুর্গত মানুষদের খাবার, চিকিৎসা ও কম্বল ইত্যাদি দিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা চলমান থাকবে। জনশূন্য গ্রামগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাসী যেই হোক কেউ ছাড় পাবে না।’
এদিকে আজ দুপুরে রোয়াংছড়ি সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পাইক্ষ্যং পাড়া থেকে মোট ৪০ পরিবারের ১৬০ জন রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। সেখানে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা পরিদর্শন করে তাঁদের খাবার ও কম্বল দেন।
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা আশ্রিতদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা শত কষ্ট হলেও এখানে নিরাপদে থাকেন। আমাদের সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। দু–একদিনের মধ্য পরিস্থিতি শান্ত হলে গ্রামে চলে যেতে পারবেন।’
চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন—সেবা ক্যাম্পের বান্দরবান সেনা জোনের ক্যাপ্টেন মো. আসাদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া আজ সকালে রোয়াংছড়ি উপজেলা পর্যটন কেন্দ্রের দেবতাকুম পরিচালনা কমিটির উদ্যোগে চাল, ডাল, মুরগি, পেঁয়াজ, তৈল, সবজি ইত্যাদি খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেছেন, স্থানীয়দের সহযোগিতায় গোলাগুলিতে নিহত ব্যক্তিদের নাম ঠিকানা পাওয়া গেছে। বর্তমানে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি শান্ত হবে।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩২ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৪০ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে