Ajker Patrika

প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, অফিসকক্ষে চলছে পাঠদান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, অফিসকক্ষে চলছে পাঠদান

চাঁদপুরের ফরিদগঞ্জে কবি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেঞ্চ সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই অফিস কক্ষেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। দীর্ঘদিন ধরে এমন সমস্যা থাকলেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্কুলটির একতলা ভবনে মাত্র দুটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। অপরটিতে পাঠদানের কার্যক্রম চলে। তাই দুই শিফটে ক্লাস পরিচালনার পরেও ১০৫ জন শিক্ষার্থী নিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা। 

এ বিষয়ে শিক্ষকেরা বলেন, ‘বর্তমানে অফিসকক্ষেই নেওয়া হচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান। বাকি একটি কক্ষে চতুর্থ শ্রেণির পাঠদান চলছে। তবে, বেঞ্চ না থাকায় টাইলসের ওপরে বসে ছাত্রছাত্রীদের পাঠদান করতে হচ্ছে। প্রায় ১০ বছর আগের পরিত্যক্ত ভবনের একটি কক্ষ মেরামত করে তৃতীয় শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। কিন্তু পাকা ভবন ছেড়ে পরিত্যক্ত কক্ষে ক্লাস করতে চায় না খুদে শিক্ষার্থীরা।’ 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বলেন, ‘গত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আমাদের স্কুল নতুন ভবনের জন্য আবেদন করলেও আজ পর্যন্ত কোনো আলোর মুখ দেখছি না। দুই কক্ষ বিশিষ্ট একতলা ভবন আমাদের জন্য পর্যাপ্ত নয়। সেটি বুঝতে পেরে ওই সময়ই আমরা প্রাথমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র ভবন সংকট নয়, বেঞ্চ সংকটও রয়েছে। বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থীর জন্য ৮-১০টি বেঞ্চ রয়েছে। 

ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি আগে জানতাম না। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করে ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত