চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় আগুনে আট পরিবারের ১৮টি ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার উপজেলার এতবারপুর বাজারের অহিদ বাবুর্চির বাড়িতে ওই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাতসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।’
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অহিদ বাবুর্চির তিনটি, ইব্রাহিম খলিল তিনটি, ফরিদ মিয়ার দুইটি, সাহেব আলীর তিনটি, আব্দুল হাকিমের তিনটি, আব্দুল খালেক মিয়ার একটি, আবুল কাশেমের একটি ও আব্দুর রহমানের দুইটি ঘর পুড়ে যায়।
জানা যায়, বেলা ৩টার দিকে অহিদ বাবুর্চির বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই ছোট-বড় ১৮টি ঘর।
ক্ষতিগ্রস্ত অহিদ বাবুর্চি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বসতঘরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন সুইচে আগুন জ্বলছে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ডাক-চিৎকারে মানুষ আসলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।’
এতবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকাংশ সদস্যই বিদেশে থাকেন এবং এলাকার প্রতিষ্ঠিত কৃষি খামারি। অগ্নিকাণ্ডে নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকার সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।’
এদিকে আগুনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।
এ ছাড়া চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূইয়া ও কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুমিল্লার চান্দিনায় আগুনে আট পরিবারের ১৮টি ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার উপজেলার এতবারপুর বাজারের অহিদ বাবুর্চির বাড়িতে ওই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাতসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।’
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অহিদ বাবুর্চির তিনটি, ইব্রাহিম খলিল তিনটি, ফরিদ মিয়ার দুইটি, সাহেব আলীর তিনটি, আব্দুল হাকিমের তিনটি, আব্দুল খালেক মিয়ার একটি, আবুল কাশেমের একটি ও আব্দুর রহমানের দুইটি ঘর পুড়ে যায়।
জানা যায়, বেলা ৩টার দিকে অহিদ বাবুর্চির বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই ছোট-বড় ১৮টি ঘর।
ক্ষতিগ্রস্ত অহিদ বাবুর্চি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বসতঘরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন সুইচে আগুন জ্বলছে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ডাক-চিৎকারে মানুষ আসলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।’
এতবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকাংশ সদস্যই বিদেশে থাকেন এবং এলাকার প্রতিষ্ঠিত কৃষি খামারি। অগ্নিকাণ্ডে নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকার সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।’
এদিকে আগুনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।
এ ছাড়া চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূইয়া ও কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে