আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর একদিনের মাথায় জান্টু মোল্লা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মা-ছেলের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস মিয়া। তিনি বলেন, ‘মায়ের মৃত্যুশোকে ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাঁদের শোকে পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’
জান্টু মোল্লা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
জান্টু মোল্লার ছোট ভাই মো. হারুন মিয়া বলেন, ‘আজ (সোমবার) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বড় ভাইকে দাফন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান বড় ভাই।’
স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মা রেজিয়া খাতুন (৭০) মারা যান। মায়ের মৃত্যুতে মাতম করছিলেন জান্টু মোল্লা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, সোহাগ ভূঁইয়া ও আলম মোল্লা বলেন, জান্টু মোল্লা মা ভক্ত ছিলেন। শুক্রবার রাতে মায়ের মৃত্যুর পর তিনি লাশের পাশে বসে কাঁদছিলেন। তাঁর মাকে কবর দেওয়ার পর শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এরপর গতকাল রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর একদিনের মাথায় জান্টু মোল্লা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মা-ছেলের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস মিয়া। তিনি বলেন, ‘মায়ের মৃত্যুশোকে ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাঁদের শোকে পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’
জান্টু মোল্লা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
জান্টু মোল্লার ছোট ভাই মো. হারুন মিয়া বলেন, ‘আজ (সোমবার) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বড় ভাইকে দাফন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান বড় ভাই।’
স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মা রেজিয়া খাতুন (৭০) মারা যান। মায়ের মৃত্যুতে মাতম করছিলেন জান্টু মোল্লা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, সোহাগ ভূঁইয়া ও আলম মোল্লা বলেন, জান্টু মোল্লা মা ভক্ত ছিলেন। শুক্রবার রাতে মায়ের মৃত্যুর পর তিনি লাশের পাশে বসে কাঁদছিলেন। তাঁর মাকে কবর দেওয়ার পর শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এরপর গতকাল রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে