কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম (৮) বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। বিল্লাল (৭) একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ষাট কলোনী এলাকার জমি থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয় দেখিয়ে ফসল ফলাতে বাধা দেন। এর বিনিময়ে তাদের জোর করে কিছু টাকা দিয়ে মাটি তুলে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করে। এই মাটি জমি থেকে মাটি নেওয়ার ফলে গর্তে বর্ষার পানি জমে জলাশয় হয়ে যায়। জলাশয়ে ডুবেই ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যুবরাজ বলেন, ‘আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যাঁরা এই ফসলি জমি কেটে জলাশয় বানিয়েছে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।’
মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাঁদের কারণে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করা হোক।
বিজয়পুর ইউপি চেয়ারম্যান পারভেজ জানান, শিশু ২টি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাঁদের ব্রিকফিল্ডে মাটি নেওয়ায় ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিল এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট হলে এমন দুর্ঘটনা ঘটতো না।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম (৮) বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। বিল্লাল (৭) একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ষাট কলোনী এলাকার জমি থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয় দেখিয়ে ফসল ফলাতে বাধা দেন। এর বিনিময়ে তাদের জোর করে কিছু টাকা দিয়ে মাটি তুলে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করে। এই মাটি জমি থেকে মাটি নেওয়ার ফলে গর্তে বর্ষার পানি জমে জলাশয় হয়ে যায়। জলাশয়ে ডুবেই ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যুবরাজ বলেন, ‘আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যাঁরা এই ফসলি জমি কেটে জলাশয় বানিয়েছে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।’
মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাঁদের কারণে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করা হোক।
বিজয়পুর ইউপি চেয়ারম্যান পারভেজ জানান, শিশু ২টি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাঁদের ব্রিকফিল্ডে মাটি নেওয়ায় ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিল এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট হলে এমন দুর্ঘটনা ঘটতো না।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৩০ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৩৮ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে