নোয়াখালী প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকায় ভোট দিতে সুবিধাভোগীদের কার্ড জব্দের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু ও চালের ডিলার মোহাম্মদ জসিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের শোকজ করা হলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সুবিধাভোগীদের কার্ড জব্দের সংবাদটি আমাদের নজরে আসে। পরে অম্বরনগর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু ও চালের ডিলার মোহাম্মদ জসিম উদ্দিনকে শোকজ করা হয়। তারা দুজন আমাদের অফিসে এসে দেখা করে গেছেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনায় তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।’ অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।
এর আগে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোরশেদ আলমকে নৌকা প্রতীকে ভোট দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড জব্দ করেন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু। তিনি তাঁদের ভোট না দিলে কার্ড ফেরত দেবেন না বলে হুমকি দেন। এ ঘটনায় গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া।
অম্বরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল করিম, কহিনুর বেগম ও হিরা লাল কর্মকারসহ বেশ কয়েকজন সুবিধাভোগী ইতিমধ্যে কার্ড ফেরত ফেলেও এখনো পাননি অনেকে। তবে দ্রুত সুবিধাভোগীদের পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপকারভোগী কহিনুর বেগম বলেন, ‘সবশেষ চাল দিয়ে আমাদের কার্ড রেখে দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) একজন লোক বাড়িতে এসে কার্ড দিয়ে গেছেন। এ সময় তিনি আমাদের কিছুই বলেননি।’
হিরা লাল কর্মকার বলেন, ‘আমাদের বাড়ির নকুল কর্মকার, মিনতি কর্মকার, নেপাল কর্মকার ও তাহেরা বেগম এবং আমি সরকারের ১০ টাকা মূল্যের চালের সুবিধা পাই। আমাদের সবার কার্ড চাল আনতে যাওয়ার পর রেখে দিয়েছিল। কিন্তু আজ সকালে মহিলা মেম্বারের মাধ্যমে আমাকে তাঁর বাড়িতে ডেকে পাঠানো হয়। পরে যাওয়ার পর আমাদের কার্ডগুলো ফিরিয়ে দিয়েছেন।’ একই কথা জানান ওই ওয়ার্ডের আব্দুল করিম।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ ছাড়াও বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকায় ভোট দিতে সুবিধাভোগীদের কার্ড জব্দের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু ও চালের ডিলার মোহাম্মদ জসিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁদের শোকজ করা হলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সুবিধাভোগীদের কার্ড জব্দের সংবাদটি আমাদের নজরে আসে। পরে অম্বরনগর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু ও চালের ডিলার মোহাম্মদ জসিম উদ্দিনকে শোকজ করা হয়। তারা দুজন আমাদের অফিসে এসে দেখা করে গেছেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনায় তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।’ অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।
এর আগে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোরশেদ আলমকে নৌকা প্রতীকে ভোট দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড জব্দ করেন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু। তিনি তাঁদের ভোট না দিলে কার্ড ফেরত দেবেন না বলে হুমকি দেন। এ ঘটনায় গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া।
অম্বরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল করিম, কহিনুর বেগম ও হিরা লাল কর্মকারসহ বেশ কয়েকজন সুবিধাভোগী ইতিমধ্যে কার্ড ফেরত ফেলেও এখনো পাননি অনেকে। তবে দ্রুত সুবিধাভোগীদের পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপকারভোগী কহিনুর বেগম বলেন, ‘সবশেষ চাল দিয়ে আমাদের কার্ড রেখে দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) একজন লোক বাড়িতে এসে কার্ড দিয়ে গেছেন। এ সময় তিনি আমাদের কিছুই বলেননি।’
হিরা লাল কর্মকার বলেন, ‘আমাদের বাড়ির নকুল কর্মকার, মিনতি কর্মকার, নেপাল কর্মকার ও তাহেরা বেগম এবং আমি সরকারের ১০ টাকা মূল্যের চালের সুবিধা পাই। আমাদের সবার কার্ড চাল আনতে যাওয়ার পর রেখে দিয়েছিল। কিন্তু আজ সকালে মহিলা মেম্বারের মাধ্যমে আমাকে তাঁর বাড়িতে ডেকে পাঠানো হয়। পরে যাওয়ার পর আমাদের কার্ডগুলো ফিরিয়ে দিয়েছেন।’ একই কথা জানান ওই ওয়ার্ডের আব্দুল করিম।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ ছাড়াও বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন শিউলি সুলতানা। গর্বের এই পদকটি বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এ আনন্দ নিয়ে গতকাল রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন। কিন্তু রাত ১০টার দিকে খবর পান তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই।
১১ মিনিট আগেবিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে...
২২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ...
১ ঘণ্টা আগেঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে। উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন...
১ ঘণ্টা আগে