Ajker Patrika

বাসের মধ্যে সন্তান প্রসব করলেন ফারেছা 

মো. কাউছার আলম, চট্টগ্রাম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৯
বাসের মধ্যে সন্তান প্রসব করলেন ফারেছা 

নারায়ণগঞ্জ থেকে গর্ভবতী স্ত্রী ফারেছাকে নিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন আবদুল্লাহ। যাওয়ার পথে পটিয়ায় বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে রিল্যাক্স পরিবহনের বাসে করে স্ত্রীকে নিয়ে চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আবদুল্লাহ। রাত আড়াইটার দিকে ফারেছার প্রসববেদনা ওঠে। এ সময় বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরিভাবে প্রবেশ করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডাক্তার রাজিব দে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিন গিয়ে বাসেই ডেলিভারি সম্পন্ন করেন। পরে নবজাতক ছেলেসন্তান ও মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসব-পরবর্তী চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে মা ও সন্তান দুজনেই ভালো আছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়লে মা ও নবজাতককে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। 

এ বিষয়ে চিকিৎসক রাজিব দে বলেন, রাতে হঠাৎ করে বেশ কয়েকজন লোক জরুরি বিভাগে আসে। বাসেই প্রসূতির সন্তান প্রসব করানো হয়। পরে হাসপাতালে এনে মা ও সন্তান দুজনকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে দুজনই ভালো আছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। 

হাসপাতালের মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিন বলেন, `এমন একটি কাজ করেছি, যা নিয়ে আমরাই হতবাক। যদিও এ ব্যাপারে বাসের সবাই সহযোগিতা করেছিলেন। ডেলিভারি বাসে করানো হয়েছিল, কারণ তখন প্রসূতিকে কোথাও নেওয়ার সুযোগ ছিল না। ঝুঁকিপূর্ণ কাজটি সুন্দরভাবে সফল করতে এবং মা ও নবজাতকের সেবা দিতে পেরে আমরা সবাই আনন্দিত।'

নবজাতকের মা ফারেছা বলেন, `এমনভাবে আমার সন্তান হবে তা ভাবতে পারিনি। একদম অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ওই সময় যেকোনো বিপদ ঘটতে পারত। আমি অনেক অনেক খুশি। আমি ও আমার ছেলে ভালো আছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত