Ajker Patrika

নির্ধারিত সময়ের পর নির্বাচনী প্রচারণা চালানোয় নৌকার সমর্থককে অর্থদণ্ড 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০: ২৮
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের পরও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার রাত ৯টার দিকে চাটখিল বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। 

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘কমিশনের নির্দেশনা অনুযায়ী যেকোনো প্রার্থী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা ও মাইকিং করতে পারবেন। কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। রাত সাড়ে ৮টার দিকে নিয়মিত কাজের অংশ হিসেবে চাটখিল বাজারে টহলরত অবস্থায় নৌকা প্রতীকের প্রার্থীর একটি প্রচার গাড়ি আমাদের সামনে পড়ে। তখন ঘড়িতে রাত সাড়ে ৮টা, কিন্তু ওই গাড়িতে প্রচারণা চলছিল। পরে সেটি আটক করে নৌকা প্রার্থীর সমর্থক শাহ পরানকে আইন অমান্য করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে তাঁকে আগামীর জন্য সতর্ক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত