ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ইমারত আইন না মেনে ভবন নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। গতকাল (শনিবার) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে ইউএনও বলেন, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, অনেকেই অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিকভাবে উপজেলার নানা স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন। উপজেলার অভ্যন্তরে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের নকশা দাখিলপূর্বক উপজেলা ইমারত/স্থাপনা নির্মাণ কমিটির অনুমোদন গ্রহণ করতে হয়, যে অনুমোদন উপজেলা পরিষদ দিয়ে থাকে। অনুমোদন গ্রহণ না করে ইমারত নির্মাণ করা ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ (১) ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর ৩ উপবিধির লঙ্ঘন।’
‘উক্ত আইন লঙ্ঘন করে ইমারত নির্মাণ কার্যক্রম চালিয়ে গেলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অন্যূন ৫০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে। উক্ত আইনটি মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত হওয়ায় মোবাইল কোর্টেও এই আইনের অধীনে অপরাধ বিচার্য হবে।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে উপজেলা ইমারত/স্থাপনা নির্মাণ কমিটির সদস্য এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক অপরিকল্পিত ও অননুমোদিত ইমারত নির্মাণকারীদের নকশা অনুমোদন করে ইমারত নির্মাণের জন্য নোটিশ প্রদান করেছেন। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে সাধারণ মানুষকে নানা প্রকারের ভোগান্তি পোহাতে হয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ও আশপাশের এলাকাকে যানজট ও বসবাস উপযোগী করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। অতীতে যারা ইমারত আইন না মেনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করেছেন তাদের জন্য চলাচলের রাস্তা বের করা কঠিন হয়ে পড়েছে। এসব ভবন ঝুঁকির কারণ হতে পারে। তাই এখন থেকে কেউ আইন অমান্য করলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ইমারত আইন না মেনে ভবন নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। গতকাল (শনিবার) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে ইউএনও বলেন, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, অনেকেই অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিকভাবে উপজেলার নানা স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন। উপজেলার অভ্যন্তরে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের নকশা দাখিলপূর্বক উপজেলা ইমারত/স্থাপনা নির্মাণ কমিটির অনুমোদন গ্রহণ করতে হয়, যে অনুমোদন উপজেলা পরিষদ দিয়ে থাকে। অনুমোদন গ্রহণ না করে ইমারত নির্মাণ করা ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ (১) ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর ৩ উপবিধির লঙ্ঘন।’
‘উক্ত আইন লঙ্ঘন করে ইমারত নির্মাণ কার্যক্রম চালিয়ে গেলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অন্যূন ৫০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে। উক্ত আইনটি মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত হওয়ায় মোবাইল কোর্টেও এই আইনের অধীনে অপরাধ বিচার্য হবে।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে উপজেলা ইমারত/স্থাপনা নির্মাণ কমিটির সদস্য এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক অপরিকল্পিত ও অননুমোদিত ইমারত নির্মাণকারীদের নকশা অনুমোদন করে ইমারত নির্মাণের জন্য নোটিশ প্রদান করেছেন। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে সাধারণ মানুষকে নানা প্রকারের ভোগান্তি পোহাতে হয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ও আশপাশের এলাকাকে যানজট ও বসবাস উপযোগী করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। অতীতে যারা ইমারত আইন না মেনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করেছেন তাদের জন্য চলাচলের রাস্তা বের করা কঠিন হয়ে পড়েছে। এসব ভবন ঝুঁকির কারণ হতে পারে। তাই এখন থেকে কেউ আইন অমান্য করলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। আজ থেকে সেখানে শুরু হচ্ছে কবির গান, কবিতা, শিল্প-সাহিত্য নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক...
২ মিনিট আগেজুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৬ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৬ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৬ ঘণ্টা আগে