Ajker Patrika

ভবন নির্মাণে আইন না মানলে ব্যবস্থা, ফেসবুকে ইউএনওর স্ট্যাটাস

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯: ১৬
ভবন নির্মাণে আইন না মানলে ব্যবস্থা, ফেসবুকে ইউএনওর স্ট্যাটাস

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ইমারত আইন না মেনে ভবন নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। গতকাল (শনিবার) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। 

স্ট্যাটাসে ইউএনও বলেন, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, অনেকেই অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিকভাবে উপজেলার নানা স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন। উপজেলার অভ্যন্তরে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের নকশা দাখিলপূর্বক উপজেলা ইমারত/স্থাপনা নির্মাণ কমিটির অনুমোদন গ্রহণ করতে হয়, যে অনুমোদন উপজেলা পরিষদ দিয়ে থাকে। অনুমোদন গ্রহণ না করে ইমারত নির্মাণ করা ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ (১) ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর ৩ উপবিধির লঙ্ঘন।’

‘উক্ত আইন লঙ্ঘন করে ইমারত নির্মাণ কার্যক্রম চালিয়ে গেলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অন্যূন ৫০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে। উক্ত আইনটি মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত হওয়ায় মোবাইল কোর্টেও এই আইনের অধীনে অপরাধ বিচার্য হবে।’ 

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে উপজেলা ইমারত/স্থাপনা নির্মাণ কমিটির সদস্য এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক অপরিকল্পিত ও অননুমোদিত ইমারত নির্মাণকারীদের নকশা অনুমোদন করে ইমারত নির্মাণের জন্য নোটিশ প্রদান করেছেন। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে সাধারণ মানুষকে নানা প্রকারের ভোগান্তি পোহাতে হয়।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ও আশপাশের এলাকাকে যানজট ও বসবাস উপযোগী করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। অতীতে যারা ইমারত আইন না মেনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করেছেন তাদের জন্য চলাচলের রাস্তা বের করা কঠিন হয়ে পড়েছে। এসব ভবন ঝুঁকির কারণ হতে পারে। তাই এখন থেকে কেউ আইন অমান্য করলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত