Ajker Patrika

ইনানী সমুদ্র সৈকত ও রেজুখালে ভেসে এল আরও ৩ কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৫৯
ইনানী সমুদ্র সৈকত ও রেজুখালে ভেসে এল আরও ৩ কচ্ছপ

কক্সবাজার সমুদ্র সৈকতে অলিভ রিডলি বা জলপাই রঙের আরও তিনটি মৃত সামুদ্রিক মা কচ্ছপ ভেসে এসেছে। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী ও রেজুখালের মোহনায় ক্ষতবিক্ষত কচ্ছপের মৃত দেহ ভেসে আসে।

এর আগে আজ শুক্রবার সকালে ইনানী ও সোনারপাড়া সৈকতে দুটি ডলফিন ভেসে এসেছে। এর মধ্যে একটি ইরাবতী ও একটি ইন্দো প্যাসিফিক হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এ ছাড়া গত দুই দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে  ইনানী, হিমছড়ি, সোনারপাড়া ও সুগন্ধা পয়েন্টে তিনটি ডলফিন, একটি বিপন্ন পরপইস ও পাঁচটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপের মৃতদেহ ভেসে এল। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে ইনানী সৈকতে দুটি ও রেজুরখাল মোহনায় একটি অলিভ রিডলি প্রজাতির মৃত কচ্ছপ জোয়ারের সঙ্গে ভেসে এসেছে। তিনটি কচ্ছপের পেটেই ডিম রয়েছে। অন্তত ১০-১২ দিন আগে ডিম পাড়তে আসার পথে কোনোভাবে আগাতপ্রাপ্ত হয়ে কচ্ছপগুলো মারা পড়ছে।’ তিনি আরও বলেন, ‘গত দুইদিনে সৈকতে ভেসে আসা সামুদ্রিক প্রাণীগুলোর দেহে আগাতে চিহ্ন রয়েছে।’  

হঠাৎ করে সামুদ্রিক প্রাণী মারা পড়ার বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এর কারণ খুঁজতে বিজ্ঞানী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুসন্ধান করা হবে।’

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত