মেহেদী ইমাম, নানিয়ারচর (রাঙামাটি)
রাঙামাটির নানিয়ারচরে চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ টির নেই নিজস্ব ভবন। ইউনিয়নের বাইরেও ভাড়া ঘরে চলছে কার্যক্রম। এতে দুর্গম পাহাড়–ছড়া পেরিয়ে সনদপত্র আসা ব্যক্তিদের দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
সরেজমিন দেখা যায়, উপজেলার সাবেক্ষ্যং, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের নিজস্ব ভবন নেই। এর মধ্যে বুড়িঘাট ইউপির কার্যক্রম চলে উপজেলা সদরের নানিয়ারচর বাজারের এক ভাড়া ঘরে। এ ছাড়া উপজেলার বাঁকছড়িতে টিনের একটি ঘরে অফিস পরিচালনা করছে সাবেক্ষ্যং ইউনিয়ন। তা ছাড়া ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি বাড়তি ভবনে চলছে ইউপি কার্যক্রম।
উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী জানান, পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন হবে। সরকারের এই প্রক্রিয়া চলমান আছে। জায়গা নির্ধারণ সম্পন্ন হলে ভবন নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।
তিন ইউপির বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যান সনদপত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এমনকি ট্রেড লাইসেন্স করতে গিয়েও নানা রকম ভোগান্তিতে পড়তে হয় তাদের।
নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইডিসি) থেকে প্রয়োজনীয় সেবা মিলে না। পাওয়া যায় না গ্রাম পুলিশ বা বিট পুলিশিং সেবা। কৃষি বিষয়ক কোনো সেবাও মেলে না এসব প্রতিষ্ঠান থেকে।
সাবেক্ষ্যং ইউপির সংরক্ষিত সদস্য রত্না চাকমা বলেন, ‘ইউপির জায়গা থাকলেও নিজস্ব ভবন নেই। এক রুমে জনপ্রতিনিধিরাই ঠিকমতো বসতে পারি না। এতে করে জনসাধারণ যেমন ভোগান্তির শিকার হন, আমাদেরও বিড়ম্বনায় পড়তে হয়।’
সাবেক্ষ্যং ইউপি সদস্য চিরঞ্জীব চাকমা জানান, নিজস্ব ভবন না থাকায় নিয়মিত সেবা দিতে পারছেন না ইউনিয়ন সচিব।
ঘিলাছড়ি ইউপি ২ নম্বর ওয়ার্ডের সদস্য পুলক চাকমা এক সদস্য জানালেন, সপ্তাহ শেষে হাটের দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পাহাড় ও ছড়া পেরিয়ে আসেন স্থানীয়রা। একই দিনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে অনেকে চেয়ারম্যান অফিসে আসেন। তখন তাড়াহুড়োর মধ্যে সবাইকে সমান সেবা দেওয়া সম্ভব হয় না।
ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা বলেন, ‘ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে এর জায়গা ও অতিরিক্ত একটি ভবন ব্যবহার করে অফিস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। জায়গা সংক্রান্ত জটিলতার দরুন আজও নিজস্ব ভবন নির্মাণ সম্ভব হয়নি।’
উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা জানান, দেশের প্রতিটা ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে নিজস্ব ভবন হবে। এর জন্য চেয়ারম্যানকে একটু তদবির করতে হয়। এ ছাড়া নিজস্ব জায়গাও থাকতে হয়।
রাঙামাটির নানিয়ারচরে চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ টির নেই নিজস্ব ভবন। ইউনিয়নের বাইরেও ভাড়া ঘরে চলছে কার্যক্রম। এতে দুর্গম পাহাড়–ছড়া পেরিয়ে সনদপত্র আসা ব্যক্তিদের দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
সরেজমিন দেখা যায়, উপজেলার সাবেক্ষ্যং, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের নিজস্ব ভবন নেই। এর মধ্যে বুড়িঘাট ইউপির কার্যক্রম চলে উপজেলা সদরের নানিয়ারচর বাজারের এক ভাড়া ঘরে। এ ছাড়া উপজেলার বাঁকছড়িতে টিনের একটি ঘরে অফিস পরিচালনা করছে সাবেক্ষ্যং ইউনিয়ন। তা ছাড়া ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি বাড়তি ভবনে চলছে ইউপি কার্যক্রম।
উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী জানান, পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন হবে। সরকারের এই প্রক্রিয়া চলমান আছে। জায়গা নির্ধারণ সম্পন্ন হলে ভবন নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।
তিন ইউপির বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যান সনদপত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এমনকি ট্রেড লাইসেন্স করতে গিয়েও নানা রকম ভোগান্তিতে পড়তে হয় তাদের।
নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইডিসি) থেকে প্রয়োজনীয় সেবা মিলে না। পাওয়া যায় না গ্রাম পুলিশ বা বিট পুলিশিং সেবা। কৃষি বিষয়ক কোনো সেবাও মেলে না এসব প্রতিষ্ঠান থেকে।
সাবেক্ষ্যং ইউপির সংরক্ষিত সদস্য রত্না চাকমা বলেন, ‘ইউপির জায়গা থাকলেও নিজস্ব ভবন নেই। এক রুমে জনপ্রতিনিধিরাই ঠিকমতো বসতে পারি না। এতে করে জনসাধারণ যেমন ভোগান্তির শিকার হন, আমাদেরও বিড়ম্বনায় পড়তে হয়।’
সাবেক্ষ্যং ইউপি সদস্য চিরঞ্জীব চাকমা জানান, নিজস্ব ভবন না থাকায় নিয়মিত সেবা দিতে পারছেন না ইউনিয়ন সচিব।
ঘিলাছড়ি ইউপি ২ নম্বর ওয়ার্ডের সদস্য পুলক চাকমা এক সদস্য জানালেন, সপ্তাহ শেষে হাটের দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পাহাড় ও ছড়া পেরিয়ে আসেন স্থানীয়রা। একই দিনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে অনেকে চেয়ারম্যান অফিসে আসেন। তখন তাড়াহুড়োর মধ্যে সবাইকে সমান সেবা দেওয়া সম্ভব হয় না।
ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা বলেন, ‘ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে এর জায়গা ও অতিরিক্ত একটি ভবন ব্যবহার করে অফিস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। জায়গা সংক্রান্ত জটিলতার দরুন আজও নিজস্ব ভবন নির্মাণ সম্ভব হয়নি।’
উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা জানান, দেশের প্রতিটা ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে নিজস্ব ভবন হবে। এর জন্য চেয়ারম্যানকে একটু তদবির করতে হয়। এ ছাড়া নিজস্ব জায়গাও থাকতে হয়।
লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে।
২ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ শুক্রবার সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। ফলে সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলছে জেলা প্রশাসন।
৪ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হঠাৎ ধসে পড়েছে। এতে পানিতে তলিয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে আশপাশের ১০ গ্রাম। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাঁধটির প্রায় ৫০ মিটার অংশ ভেঙে পড়ে। প্রবল পানির চাপে ধসে যায় বাঁধসংলগ্ন সড়ক, উপড়ে পড়ে গাছপালা, আর কৃষিজমির...
৫ মিনিট আগেদেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস ভবন নির্মাণে ডিজাইন চূড়ান্ত হয়েছে। শুধু প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করার অপেক্ষা। কাস্টম ভবনসহ চট্টগ্রামে তিন আইকনিক ভবন নির্মাণ করা হবে। অঅজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনে কক্ষে মতবিনিময়কালে...
২৫ মিনিট আগে