হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ষাটোর্ধ্ব মো. আবু তাহেরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের বসতঘরের পাশে বাঁশ দিয়ে তৈরি করা একটি মাচা ভেঙে ফেলার জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—আবু তাহেরের স্ত্রী নূরনাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তঃসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে একজন।
আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়ি প্রকাশ আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আজম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের ভাই মো. ইউসুফ প্রকাশ দুদু মিয়াকে। মামলার অন্য আসামিরা হলেন—তাঁর ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু, মো. আকিব, স্ত্রী জোহরা বেগম ও পুত্রবধূ নাছিমা আক্তার।
পুলিশ জোহরা বেগমকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করেন মো. ইউসুফের ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যান তখন ইবলু তাঁর সহযোগীদের নিয়ে ওই মাচায় বসে অশালীন মন্তব্য করেন। কখনো কখনো মাদক সেবন করেন। এ কারণে তাহেরের ছেলে আজম মাচাটি ভেঙে দেন।
ওই ঘটনার জের ধরে অভিযুক্ত মো. ইউসুফ ও ইবলু তাঁর আপন চাচা আবু তাহের, চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে তাঁরা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আবু তাহেরসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আপন ভাই মো. ইউসুফ ও তাঁর ছেলে আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রধান আসামির স্ত্রী জোহরা বেগমকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
চট্টগ্রামের হাটহাজারীতে ষাটোর্ধ্ব মো. আবু তাহেরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের বসতঘরের পাশে বাঁশ দিয়ে তৈরি করা একটি মাচা ভেঙে ফেলার জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—আবু তাহেরের স্ত্রী নূরনাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তঃসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে একজন।
আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়ি প্রকাশ আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আজম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের ভাই মো. ইউসুফ প্রকাশ দুদু মিয়াকে। মামলার অন্য আসামিরা হলেন—তাঁর ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু, মো. আকিব, স্ত্রী জোহরা বেগম ও পুত্রবধূ নাছিমা আক্তার।
পুলিশ জোহরা বেগমকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করেন মো. ইউসুফের ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যান তখন ইবলু তাঁর সহযোগীদের নিয়ে ওই মাচায় বসে অশালীন মন্তব্য করেন। কখনো কখনো মাদক সেবন করেন। এ কারণে তাহেরের ছেলে আজম মাচাটি ভেঙে দেন।
ওই ঘটনার জের ধরে অভিযুক্ত মো. ইউসুফ ও ইবলু তাঁর আপন চাচা আবু তাহের, চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে তাঁরা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আবু তাহেরসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আপন ভাই মো. ইউসুফ ও তাঁর ছেলে আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রধান আসামির স্ত্রী জোহরা বেগমকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
৯ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ৬ জুলাই (বুধবার) থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সিলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
১৮ মিনিট আগেআওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তাঁরা সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন বলে দাবি করেছে ডিবি।
৪৪ মিনিট আগেরাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১ ঘণ্টা আগে