নোয়াখালী প্রতিনিধি
শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার উপজেলার নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে মাসুদুর রহমান শিপন ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এদিকে জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভায় মোট সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ হাজার ৩০৬ জন।
সকাল থেকে সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের লোকজন কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি।
শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার উপজেলার নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে মাসুদুর রহমান শিপন ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এদিকে জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভায় মোট সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ হাজার ৩০৬ জন।
সকাল থেকে সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের লোকজন কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি।
নেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
১৪ মিনিট আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
২ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
৩ ঘণ্টা আগে