Ajker Patrika

স্পিডবোট উল্টে সাবেক নারী ইউপি সদস্য নিহত, উদ্ধার ২৩ যাত্রী

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে স্পিডবোট উল্টে ইউনিয়ন পরিষদের সাবেক এক নারী সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে। এ সময় ১৭ পর্যটকসহ ২৩ জনকে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে নাইক্ষ্যংদিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ফিরোজা বেগম (৫৫) সেন্ট মার্টিন ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক সদস্য ছিলেন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়াদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে ১৭ জন পর্যটক ও চারজন স্থানীয় বাসিন্দা এবং দুজন স্পিডবোটের চালক ও সহকারী। 

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ থেকে পর্যটকসহ ২৩ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্টমার্টিনের উদ্দ্যেশে রওনা দেয়। স্পিডবোটটি নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে পৌঁছালে বড় ঢেউয়ের কবলে পড়ে। 

এ সময় স্পিডবোটটির তলা ফুটো হয়ে উল্টে যায়। এতে বোটে থাকা যাত্রীরা পানিতে ভাসতে থাকেন। পরে তাঁদের উদ্ধার করে সেন্ট মার্টিন উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

ইউএনও আরও বলেন, ‘খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল এবং স্থানীয় জেলেরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসতে থাকা লোকজনকে উদ্ধার করে। পরে তাঁদের সেন্টমার্টিন উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। উদ্ধার অন্যদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ এ ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত