Ajker Patrika

দোকানের সাটার বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
Thumbnail image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. রিফাত হোসেন (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের আড়তে এ ঘটনা ঘটে। রিফাত সোনাইমুড়ী পৌরসভা পূর্ব পাড়ার নূরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে আড়ত বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত। দোকানের দুটি সাটার নামানোর পর অপর একটি নামাতে গেলে বিদ্যুতায়িত হয়। বিষয়টি টের পেয়ে পাশের লোকজন এগিয়ে এসে বিদ্যুতের লাইন বন্ধ করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিদ্যুতায়িত হয়ে রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত