Ajker Patrika

গুলি করে হত্যার হুমকি ছেলের: আদালতে বাবা-মা

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৯: ৩৫
গুলি করে হত্যার হুমকি ছেলের: আদালতে বাবা-মা

টাকা চেয়ে না পেয়ে মারধরের পর নিজের মাকে গুলি করে হত্যার হুমকি দেন ছেলে। এ ঘটনার পর ছেলের নির্যাতনের শিকার বাবা-মা আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি চট্টগ্রামে বাকলিয়ার ইসহাকের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

গত বুধবার মোহাম্মদ আবুল মনছুর (৬২) নামে এক বৃদ্ধ বাবা ছেলে মো. নাজিম উদ্দিন (৩৫) ও ছেলের বউ সানজিদা আক্তার রূপাকে (২৮) আসামি করে চট্টগ্রাম আদালতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন। আবুল মনছুরের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কৈয়গ্রামে। তিনি নগরীর কাজীর দেউড়ি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।

বাদীর আইনজীবী জিয়া হাবিব আহসান বলেন, চট্টগ্রাম মহানগর হাকিম শরীফুল আলম ভুঞা ভুক্তভোগী মনছুরের অভিযোগটি সরাসরি এফআইআর হিসেবে নেওয়ার জন্য বাকলিয়া পুলিশকে নির্দেশ দিয়েছেন। ৩০ লাখ টাকা না দিলে ছেলে নাজিম উদ্দিন তাঁর মাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এ ছাড়া ছেলের হাতে বাবা-মা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। এর জন্য বৃদ্ধ বাবা-মা আদালতের দ্বারস্থ হয়েছেন।

আইনজীবী বলেন, ছেলে ও ছেলের বউয়ের নির্যাতনের কারণে তাঁরা এখন গ্রামের বাড়িতে যেতে পারছেন না। এর আগে ২০২১ সালের জুনে ছেলে নাজিম উদ্দিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে আবুল মনছর স্ট্রোক করেন। এ কারণে বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি।

আইনজীবী আরও বলেন, সর্বশেষ গত ২৬ অক্টোবর সন্ধ্যায় বাদীর বর্তমান বাসার ঠিকানায় আসেন ছেলে। এ সময় তাঁর মা রিজিয়া বেগমের কাছে ২৮ লাখ টাকা খোঁজেন। এই মুহূর্তে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয় বললে ছেলে তাঁকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। গলা টিপে ধরে মেরে ফেলার হুমকি দেন। এ সময় রিজিয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন। টাকা না দিলে মাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

আবুল মনছুর বলেন, ‘সন্তানদের বিরুদ্ধে কোনো বাবা-মা মামলা করতে চায় না। ছেলের নির্যাতন সইতে না পেরে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত