রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ১৭ ঘণ্টা পর হাজী মো. শফিউল আলম (৭৪) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ নিখোঁজের বিষয়ে রাউজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মকবুল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে গতকাল রোববার আমাদের একটি ইউনিট এবং দুজনের ডুবুরি দল বৃদ্ধকে পুকুরে খুঁজে দেখে। তখন পাওয়া যায়নি। আজ ভোরে লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হোন শফিউল আলম। তিনি রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।
শফিউলের ভাতিজা মো. সাইফুল ও শরীফুল বলেন, ‘গতকাল রোববার সাড়ে ১২টার দিকে চাচা বাড়ির সামনের পুকুরে গোসল করতে আসেন। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরে নেমে পড়েন। বাড়ির কয়েকজন নিষেধ করলে তিনি বলেন ‘সাঁতার কাটতে ইচ্ছে করছে’। আমরা সবাই সাঁতার কেটে সামনে যেতে দেখেছি। পরে আর পুকুরে দেখতে পাইনি।’
সাইফুল ও শরীফুল বলেন, ‘আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিই। দুজন ডুবুরি এসে খোঁজ করেও পাননি। বাড়ির সবাই সারা রাত পুকুরঘাটে পাহারা দিই। শেষ পর্যন্ত ভোর সাড়ে ৫টার দিকে চাচার লাশ ভেসে ওঠে।’
শফিউলের মেয়ে আমেনা, রাশেদা ও কুসুম আকতার বলেন, ‘আমাদের বাবা পুকুরে নেমে গোসল করেন না। ঘাটে বসে মগ দিয়ে গোসল করেন। পুকুরে কেন নামলেন বুঝতেছি না। আমরা এতিম হয়ে গেলাম।’ তাঁরা আরও বলেন, ‘আমরা বড়ই হতভাগা। পাঁচ বছর আগে প্রবাসে এক ভাই দুর্ঘটনায় মারা যান। ১৫ বছর আগে মা আমাদের ছেড়ে চলে যান। বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে শফিউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ১৭ ঘণ্টা পর হাজী মো. শফিউল আলম (৭৪) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ নিখোঁজের বিষয়ে রাউজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মকবুল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে গতকাল রোববার আমাদের একটি ইউনিট এবং দুজনের ডুবুরি দল বৃদ্ধকে পুকুরে খুঁজে দেখে। তখন পাওয়া যায়নি। আজ ভোরে লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হোন শফিউল আলম। তিনি রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।
শফিউলের ভাতিজা মো. সাইফুল ও শরীফুল বলেন, ‘গতকাল রোববার সাড়ে ১২টার দিকে চাচা বাড়ির সামনের পুকুরে গোসল করতে আসেন। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরে নেমে পড়েন। বাড়ির কয়েকজন নিষেধ করলে তিনি বলেন ‘সাঁতার কাটতে ইচ্ছে করছে’। আমরা সবাই সাঁতার কেটে সামনে যেতে দেখেছি। পরে আর পুকুরে দেখতে পাইনি।’
সাইফুল ও শরীফুল বলেন, ‘আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিই। দুজন ডুবুরি এসে খোঁজ করেও পাননি। বাড়ির সবাই সারা রাত পুকুরঘাটে পাহারা দিই। শেষ পর্যন্ত ভোর সাড়ে ৫টার দিকে চাচার লাশ ভেসে ওঠে।’
শফিউলের মেয়ে আমেনা, রাশেদা ও কুসুম আকতার বলেন, ‘আমাদের বাবা পুকুরে নেমে গোসল করেন না। ঘাটে বসে মগ দিয়ে গোসল করেন। পুকুরে কেন নামলেন বুঝতেছি না। আমরা এতিম হয়ে গেলাম।’ তাঁরা আরও বলেন, ‘আমরা বড়ই হতভাগা। পাঁচ বছর আগে প্রবাসে এক ভাই দুর্ঘটনায় মারা যান। ১৫ বছর আগে মা আমাদের ছেড়ে চলে যান। বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে শফিউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২৯ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৪২ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে