পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টের করোনা পজিটিভ থাকার কারণে দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ৪৬ জন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে হাসপাতালের একমাত্র টেকনোলজিস্ট ও নমুনা সংগ্রাহক দেবাশীষ বড়ুয়া সাজুর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর আর কেউ না থাকার কারণে হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যায় মঙ্গলবার থেকে।
জানা যায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারী হিসেবে একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে দেবাশীষ বড়ুয়া সাজু দায়িত্বরত আছেন। তিনি ছাড়া এখন আর কোন ল্যাব টেকনোলজিস্ট নেই যার কারণে নমুনা টেস্ট করানো দুই দিন ব্যাহত বন্ধ ছিল। ফলে উপজেলা জুড়ে করোনা সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষা ও বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুদিন কোন করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং একমাত্র নমুনা সংগ্রাহক করোনা আক্রান্ত হওয়ায় সিভিল সার্জন কার্যালয়ে জানানোর পর বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বক্ষব্যাধি ক্লিনিকের শুভ্র চাকমা নামের একজন মেডিকেল টেকনোলজিস্টকে আপাতত এনে নমুনা সংগ্রহের কাজটি সচল করা হয়েছে।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার হতে পুনরায় শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।
সব্যসাচী নাথ আরও জানান, হাসপাতালে জনবল সংকট থাকার সত্ত্বেও করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু করেছি। এখন থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হবে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টের করোনা পজিটিভ থাকার কারণে দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ৪৬ জন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে হাসপাতালের একমাত্র টেকনোলজিস্ট ও নমুনা সংগ্রাহক দেবাশীষ বড়ুয়া সাজুর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর আর কেউ না থাকার কারণে হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যায় মঙ্গলবার থেকে।
জানা যায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারী হিসেবে একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে দেবাশীষ বড়ুয়া সাজু দায়িত্বরত আছেন। তিনি ছাড়া এখন আর কোন ল্যাব টেকনোলজিস্ট নেই যার কারণে নমুনা টেস্ট করানো দুই দিন ব্যাহত বন্ধ ছিল। ফলে উপজেলা জুড়ে করোনা সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষা ও বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুদিন কোন করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং একমাত্র নমুনা সংগ্রাহক করোনা আক্রান্ত হওয়ায় সিভিল সার্জন কার্যালয়ে জানানোর পর বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বক্ষব্যাধি ক্লিনিকের শুভ্র চাকমা নামের একজন মেডিকেল টেকনোলজিস্টকে আপাতত এনে নমুনা সংগ্রহের কাজটি সচল করা হয়েছে।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার হতে পুনরায় শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।
সব্যসাচী নাথ আরও জানান, হাসপাতালে জনবল সংকট থাকার সত্ত্বেও করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু করেছি। এখন থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়কে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগেচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বকশিশ না পেয়ে নার্স ও আয়ার অবহেলায় নিউমোনিয়া আক্রান্ত আট দিনের এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০ টার দিকে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ড নিউনেটাল ইনটেনসিভ...
১৩ মিনিট আগেধোবাউড়ায় পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে শুরু হয়ে রাত আড়াইটা পর্যন্ত উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামের নছিরের ঘাট ও আকাতের ঘাটের দেড় কিলোমিটার সীমানার মধ্যে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৫ মিনিট আগে