চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতদের হলেন-কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মঞ্জুরুল আলমের মেয়ে ও চান্দিনা পৌর এলাকার ছায়কোট গ্রামের আবু সাঈদের স্ত্রী তন্নী (২০), নিহত তন্নীর মেয়ে মুনতাহা (২), তন্নীর খালা দেবীদ্বারের বাগমারা গ্রামের আবু ইউসুফের স্ত্রী খালা রেজিয়া (৪৫) ও দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক হাবিবুর রহমান (২৫)।
আহতরা হলেন-নিহত তন্নীর মা রাজিয়া বেগম (৩৮), ভাই সিয়াম (১৬) ও নিহত রেজিয়ার ছেলে জাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন বলেন, ‘কুমিল্লামুখী অটোরিকশাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। পরে পেছন থেকে অপর একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান। এ সময় আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’
হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও অটোরিকশাচালক হাবিবুর রহমান মারা যায়। আহত রাজিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়েছেন। পরে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক শিশু ও অটোরিকশাচালক মারা যান। ঘাতক বাস ও পিকআপ ভ্যানকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতদের হলেন-কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মঞ্জুরুল আলমের মেয়ে ও চান্দিনা পৌর এলাকার ছায়কোট গ্রামের আবু সাঈদের স্ত্রী তন্নী (২০), নিহত তন্নীর মেয়ে মুনতাহা (২), তন্নীর খালা দেবীদ্বারের বাগমারা গ্রামের আবু ইউসুফের স্ত্রী খালা রেজিয়া (৪৫) ও দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক হাবিবুর রহমান (২৫)।
আহতরা হলেন-নিহত তন্নীর মা রাজিয়া বেগম (৩৮), ভাই সিয়াম (১৬) ও নিহত রেজিয়ার ছেলে জাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন বলেন, ‘কুমিল্লামুখী অটোরিকশাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। পরে পেছন থেকে অপর একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান। এ সময় আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’
হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও অটোরিকশাচালক হাবিবুর রহমান মারা যায়। আহত রাজিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়েছেন। পরে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক শিশু ও অটোরিকশাচালক মারা যান। ঘাতক বাস ও পিকআপ ভ্যানকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে উত্তাল ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে হোটেল সাউদ-বিসসংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
৫ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ভাই-বোন তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফি-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন।
১০ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন, মনপুরা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাঠঘাট, ফসলি জমি, মাছের ঘের, পুকুর ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে।
৩৪ মিনিট আগেরায়পুর থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিল সিএনজি। রাখালিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তানিয়া আক্তার সাথী, ফারুক হোসেনসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুর উপজেলা
১ ঘণ্টা আগে