রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চার ইউপিতে নবনির্বাচিত ৪৮ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম এ শপথবাক্য পাঠ করান।
নবনির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১২ জন, ২ নম্বর তারাছা ইউনিয়নের ১২ জন, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ১২ জন, ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ১২ জন।
বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা বলেন, নির্বাচিত প্রত্যেককে এলাকার উন্নয়নের লক্ষ্যে নিজ নিজ ওয়ার্ডে কাজ করতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, চারটি ইউনিয়নের ৪৮ জনের মধ্যে প্রবীণ ও নবীন রয়েছে। প্রত্যেককে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোন এলাকার জনগণ, কে কোন পার্টি করে, তা দেখার বিষয় নয়। সবাইকে উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সব সদস্যকে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ ধারাগুলো প্রেজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ওই ৪৮ জন সদস্য নির্বাচিত হন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চার ইউপিতে নবনির্বাচিত ৪৮ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম এ শপথবাক্য পাঠ করান।
নবনির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১২ জন, ২ নম্বর তারাছা ইউনিয়নের ১২ জন, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ১২ জন, ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ১২ জন।
বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা বলেন, নির্বাচিত প্রত্যেককে এলাকার উন্নয়নের লক্ষ্যে নিজ নিজ ওয়ার্ডে কাজ করতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, চারটি ইউনিয়নের ৪৮ জনের মধ্যে প্রবীণ ও নবীন রয়েছে। প্রত্যেককে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোন এলাকার জনগণ, কে কোন পার্টি করে, তা দেখার বিষয় নয়। সবাইকে উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সব সদস্যকে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ ধারাগুলো প্রেজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ওই ৪৮ জন সদস্য নির্বাচিত হন।
ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখায় অঙ্গপ্রতিষ্ঠান এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ১৩ হাজার ৩১৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপসংশ্লিষ্ট ৫৪৮ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ও সন্ধ্যায় রংছাতি ও খারনৈ ইউনিয়নের দুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জাবের ইবনে ওমর (১০ মাস) ও আজমাইন (আড়াই বছর)।
৫ মিনিট আগেসাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল আলম বাচ্চুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
৭ মিনিট আগেজীবিত তিন মামাকে ‘মৃত’ দেখিয়ে কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁদের ভাগনের বিরুদ্ধে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী গ্রামে এ ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগে