Ajker Patrika

বন্যার্তদের কাছে নৌকার জন্য ভোট চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৭: ০১
বন্যার্তদের কাছে নৌকার জন্য ভোট চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী 

বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় নৌকা প্রতীকে ভোট চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে প্রতিমন্ত্রী জনগণের কাছে জানতে চান, ‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা চান? এ সময় জনগণ হ্যাঁ সূচক উত্তর দেন। মানুষের ভাগ্যোন্নয়ন ও উন্নয়ন ধরে রাখতে হলে আগামী নির্বাচন আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’ তিনি জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। 

আজ শুক্রবার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা না হয়, সে জন্য মাতামুহুরি নদী খনন ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এখানকার পুরো ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তমন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কক্সবাজারের জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।’ 

চকরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘মাছ ধরার জন্য অনেকে স্লুইসগেট গেটে পানি আটকে রাখে, এটা জানার পর ডিসিকে জানিয়ে দিয়েছি, তারপর সব খুলে দেওয়া হয়েছে।’ কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ

মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রমুখ। 

পরে প্রতিমন্ত্রী চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত